মঈন উদ্দীন: [২] মহানগরীতে গাঁজাসহ মোঃ রিপন সরকার (২৮) নামের এক মাদক কারবারী আটক করেছে (মহানগর গোয়েন্দা শাখা) ডিবি পুলিশের একটি দল। এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দস।
[৩] গত রোববার দিবাগ রাত ১১টার দিকে নগরীর উপকন্ঠ বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত রিপন সরকার বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে।
[৪] গ্রেফতারকৃত মাদক কারবারী রিপন সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ