শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০২:০১ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় দ্বিতীয় দফায় ১১০টি ‘পাকা ঘর’ নির্মাণ শেষ পর্যায়ে

আবু হাসাদ : [২] জেলার ‘ক’ শ্রেণিভুক্ত জমিতে ভূমি ও গৃহহীনদের জন্য দ্বিতীয় দফায় ১১০টি নান্দনিক পাকা ঘর তৈরি কাজ প্রায় শেষ পর্যায়ে।

[৩] আশ্রয়ণ প্রকল্প-২ এর মাধ্যমে এর আগে ৫৪ টি পাকা ঘর তৈরি শেষে চলতি বছরের শুরুতে গৃহহীদের নিকট হস্তান্তর করা হয়েছে।

[৪] এদিকে দ্বিতীয় দফায় নির্মিত ঘর গুলো আগামী মাসের যে কোনো সময় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধন শেষে ওই অসহায় পরিবারের লোকজনদের মাঝে তাদের “স্বপ্নের পাকা ঘর” গুলো হস্তাস্তর করা হবে।

[৬] উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের অধীনে ৬টি ইউনিয়ন এলাকায় দ্বিতীয় দফায় ১১০ টি পাকা ঘর নির্মাণ কাজ চলছে। এতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা। ভূমি ও গৃহহীন পরিবারের জন্য নান্দনিক ভাবে নির্মিত হচ্ছে পাকা ঘর গুলো। এতে প্রতিটি পাকা ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।

[৭] ঘর গুলোর বেশির ভাগ নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া গত বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পে এমন ৩০৫টি পরিবারকে টিনসেট ঘর তৈরি করে দেয়া হয়। ওই প্রকল্পে ব্যয় হয়েছিল ৩ কোটি ৫ লাখ টাকা। বর্তমানে ওই ঘর গুলোতে বসবাস করছেন জমি আছে ঘর নেই এমন পরিবারের লোকজন।

[৮] সরেজমিনে উপজেলার বারইপাড়াসহ বিভিন্ন ইউপি এলাকা ঘুরে দেখা গেছে ‘ক’ শ্রেণিভুক্ত জমির ওপর নির্মিত হচ্ছে ১১০টি পাকা ঘর। বর্তমানে ওই ঘর গুলোর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে ঘরের রং ও ধোয়া-মুছার কাজ। প্রতিটি পবিরারের জন্য দুটি রুম বিশিষ্ট পাকা ঘরের মধ্যে আরও রয়েছে একটি বার্থরুম ও রান্নার স্থান। সেই সাথে ওই পরিবারগুলোর আধুনিক সুবিধার জন্য থাকছে আলাদা বিদ্যুৎ সংযোগ, পানি সরবরাহের পাশাপাশি ওই এলাকায় স্থাপন করা হচ্ছে আলোকবার্তি। আর তাদের যাতায়াতের জন্য তৈরি করা হচ্ছে নতুন সড়ক।

[৯] উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, ‘সবার জন্য বাসস্থান মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার’ সে লক্ষ্য বাস্তবায়ন করতে সারাদেশেই ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৈরি করা হচ্ছে নান্দনিক পাকা ঘর। মুজিববর্ষ উপলক্ষে চলতি বছরের শুরুতে প্রথম দফায় ৫৪টি পরিবারের জন্য পাকা ঘর প্রদান করা হয়েছে। বর্তমানে নির্মিত ঘর গুলো মে মাসের যে কোনো গৃহহীনদের মাঝে অনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হবে।

[১০] এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভূমি ও গৃহহীনদের আশ্রয়ণ তৈরি করে দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর একটি কর্মসূচি। এই উপজেলাতে আশ্রয়ণ প্রকল্প-২ এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ‘ক’ শ্রেণিভুক্ত জমিতে দ্বিতীয় দফায় ১১০টি ঘর নির্মিত হচ্ছে। আশা করা যায় অল্প সময়ের মধ্যে ওই তৈরিকৃত ঘর গুলো গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।

[১১] তিনি আরও বলেন, ঘর গুলো তৈরিতে অনেক উন্নতমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ওই ঘরে বসবাসকারীরা ভূমি ও আশ্রয়হীন হলেও সরকারের নির্দেশনায় তাদের সকলকে আধুনিক মানের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।

[১২] সে লক্ষ্য বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। আর ঘর তৈরির কাজ যথা সময়ের মধ্যে শেষ হচ্ছে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়