নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতেও দেখা গেছে।
আজ রোববার (২ মে) রাত ১০টার দিকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
তিনি জানান, এখন (রাত সাড়ে ১০টা) রাজধানীর বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়াসহ শিলা ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি শেষ হলে জানা যাবে কত গতিতে ঝড়ো হাওয়া বয়ে গেছে। আরও কিছুক্ষণ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
এর আগে, রাত ৮টার দিকে দুই-এক ঘণ্টার মধ্যে রাজধানীতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানায় আবহাওয়া অফিস। এ সময় দেশের অন্যান্য বিভাগেও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মাইজদীকোর্ট, ফেনী, পাবনা, পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা কোনো কোনো এলাকায় প্রশমিত হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নিকলিতে ৭৫ মিলিমিটার। এছাড়া বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। - ঢাকা পোস্ট