আবদুল আলী: [২] করোনা সংকটে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাগবে এবং আসন্ন ঈদকে সামনে রেখে সারা দেশের ন্যায় গুইমারাতেও প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিজিএফের নগদ টাকা জনগনের হাতে তুলে দিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।
[৩] রোববার (২ মে) সকাল ১০টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গুইমারা ইউনিয়নের ৫০০ জন ৫০০ টাকা করে তুলে দেন তিনি।
[৪] ধারাবাহিকভাবে ২ নং হাফছড়ি ইউনিয়ন এবং ৩ নং সিন্দুকছড়ি ইউনিয়নেও বিতরণ করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
[৫] উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুইজাইউ মারমাসহ ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাবৃন্দ।
[৬] উল্লেখ্য, প্রথম পর্যায়ে ৫০০ টাকা করে বিতরণ শেষে ২য় পর্যায়ে ৪৫০ টাকা করে বিজিএফের টাকা বিতরণ করা হবে। সম্পাদনা: হ্যাপি