রাহুল রাজ: [২] বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় টেস্টের নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান করে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে চতুর্থ ইনিংস বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাড়িয়েছে ৪৩৭ রান।
[৩] চলমান সিরিজে দারুণ ফর্মে ছিলেন তামিম ইকবাল। দুইবার ৯০ এর ঘরে আউট হওয়া ছাড়া এক ইনিংসে ৭২ রানে অপরাজিত ছিলেন। এবার আর পারলেন না। ২৬ বলে ২৪ রান করে ভালো কিছুর সম্ভাবনা দেখিয়ে ফিরলেন দ্রুত। রমেশ মেন্ডিসের অফব্রেকের ফ্লাইট করা বল তামিমের ব্যাট ছুঁয়ে যায় উইকেটের পেছনে দাঁড়ানো ডিকওয়ালার গ্লাভসে। তামিম মাত্র ২৬ বলে ৩টি চার ও ১টি ছয়ে করেন ২৪ রান করেন।
[৪] সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: দ্বিতীয় ইনিংস- ৪৯/১ (শান্ত ৭*, সাইফ ১৮*) ;প্রথম ইনিংস- ২৫১ শ্রীলঙ্কা: দ্বিতীয় ইনিংস- ১৯৪/৯ ডিক্লে; প্রথম ইনিংস ৪৯৩/৭ ডিক্লে.
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৫ টি, মিরাজ ২ টি, তাসকিন ও সাইফ একটি করে উইকেট নেন। শ্রীলঙ্কার অধিনায়ক করুনারত্নে করেন ৬৬ রান।