শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণলঙ্কারসহ দুই পাচারকারী গ্রেপ্তার

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ১কেজি ২শ ১০গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

[৩] শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর আড়াই টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ১৬৭ জোড়া কানের দুল, চুড়ি ১৬ টি, আংটি ৯ টি, ব্যাচলেট ১৯ টি এবং ৬ টি চুরসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। যার বর্তমান বাজার মূল্য ৬৬ লক্ষ ৯৫ হাজার টাকা।

[৪]গ্রেফতারকৃতরা হলো ঢাকার পশ্চিম উত্তরা থানার ১৩ নং সেক্টরের ২০ নং রোডের ১১ নং বাসার বাসিন্দা ক্ষিতীশ চন্দ্র দত্তের ছেলে গৌরাঙ্গ দত্ত (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাজী পাড়ার (বনিক পাড়া)বাসিন্দা পিনেশ চন্দ্র বনিক ওরফে রমেশ বনিকের ছেলে
তাপস বনিক (৫৫)।

[৫] শনিবার (১ মে) বেলা সাড়ে ৩ টায় এক এজাহারে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

[৬] এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, স্বর্ণলঙ্কারগুলোর বিষয়ে ধৃত আসামীরা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এগুলো ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা হয়েছে বলে তারা স্বীকার করেছেন। গোয়ালন্দ মোড় হতে রিক্সাযোগে আসামী তাপস শুক্রবার বেলা সোয়া ২ টার দিকে স্বর্ণালংকারগুলো নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের দিকে আসছিল। আমরা গোপন সংবাদ পেয়ে তাকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে আড়াইটার দিকে আটক করি। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অপর আসামি ও তার সহযোগী গৌরাঙ্গকে বিকেল সাড়ে ৫ টার দিকে ফেরিঘাট এলাকা থেকে আটক করি।

[৭] এ বিষয়ে এস আই মাছরুল আলম বাদী হয়ে শুক্রবার রাতেই থানায় মামলা দায়েরের পর শনিবার আসামিদের আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়