শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরানীগঞ্জে ২৭ আইপিএল জুয়াড়ি গ্রেপ্তার

সুজন কৈরী: দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া ও মীরেরবাগ বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৭ আইপিএল জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

ব্যাটালিয়নের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, শুক্রবার রাতে ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৬জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নাম মুকুল আলী (৩৮), আনাছ মিয়া (২৩), আমিন (৩০), ইমরান হোসেন (১৮), বাহাদুর (২০), ফারুক (২২), জহির মোল্লা (৩০), আ. রশিদ (২১), আবুল কালাম (৩৮), বুলবুল কবির (২১), মামুন (৩২), আ. রহমান (২৮), সুমন (২১), কামরুল হাসান (২০), জীবন আহম্মেদ (২১) ও রবিন (২৭)। এ সময় তাদের থেকে ২টি টেলিভিশন, ২টি রিমোট কন্ট্রোল, ১৬টি মোবাইল ফোনসেট ও নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই এলাকার মীরেরবাগ বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়ারীকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি টিম। গ্রেপ্তারকৃতদের নাম- মহিবুল্লাহ (২৩), ইমরান (২০), তপন চন্দ্র দাস (৩৫), মিরাজ (১৮), রাব্বি হাসান (১৮), কালু (২২), শিমুল (১৯), ফারুক (২৪), আকতার (৩৫), মিন্টু সেন (৩২) ও মাইদুল (১৮)। তাদের কাছ থেকে ১টি টেলিভিশন, ১টি রিমোট কন্ট্রোল, ৭টি মোবাইল ফোনসেট ও নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা পেশাদার অনলাইন জুয়াড়ি। বেশ কিছুদিন ধরে একে অন্যের সাথে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আইপিএল খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলে নিজেদের সর্বস্ব হারাচ্ছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়