সুজন কৈরী: দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া ও মীরেরবাগ বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৭ আইপিএল জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
ব্যাটালিয়নের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, শুক্রবার রাতে ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৬জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নাম মুকুল আলী (৩৮), আনাছ মিয়া (২৩), আমিন (৩০), ইমরান হোসেন (১৮), বাহাদুর (২০), ফারুক (২২), জহির মোল্লা (৩০), আ. রশিদ (২১), আবুল কালাম (৩৮), বুলবুল কবির (২১), মামুন (৩২), আ. রহমান (২৮), সুমন (২১), কামরুল হাসান (২০), জীবন আহম্মেদ (২১) ও রবিন (২৭)। এ সময় তাদের থেকে ২টি টেলিভিশন, ২টি রিমোট কন্ট্রোল, ১৬টি মোবাইল ফোনসেট ও নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই এলাকার মীরেরবাগ বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়ারীকে গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি টিম। গ্রেপ্তারকৃতদের নাম- মহিবুল্লাহ (২৩), ইমরান (২০), তপন চন্দ্র দাস (৩৫), মিরাজ (১৮), রাব্বি হাসান (১৮), কালু (২২), শিমুল (১৯), ফারুক (২৪), আকতার (৩৫), মিন্টু সেন (৩২) ও মাইদুল (১৮)। তাদের কাছ থেকে ১টি টেলিভিশন, ১টি রিমোট কন্ট্রোল, ৭টি মোবাইল ফোনসেট ও নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা পেশাদার অনলাইন জুয়াড়ি। বেশ কিছুদিন ধরে একে অন্যের সাথে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আইপিএল খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলে নিজেদের সর্বস্ব হারাচ্ছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।