শিরোনাম
◈ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ঘরবাড়ি ◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জাতিসংঘের

লিহান লিমা: [২] স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইস্যু করা নতুন বিবৃতিতে পুনরায় মিয়ানমারে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার ও দেশটির নেত্রী অং সান সু চী সহ সব রাজনৈতিক বন্দিদের মুক্ত করে দেয়ার আহবান জানানো হয়। আল জাজিরা

[৩] নিরাপত্তা পরিষদের বিবৃতিতে দেশটিতে চলমান জাতীয় জরুরি অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং মিয়ানমারে গণতান্ত্রিক পরিবর্তনের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা পুন:ব্যক্ত করা হয়।

[৪] এর আগে মিয়ানমারে জাতিসংঘের দূত স্কারনার বার্গনার দেশটিতে গণতন্ত্রের দাবী জানিয়ে দৃঢ়ভাবে বলেন, সেনাবাহিনী ক্ষমতা কুক্ষিগত করার পর থেকেই দেশটির সাধারণ নাগরিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন, তারা সেনাশাসকদের জন্য ‘অপ্রত্যাশিত কঠিন পরিবেশ’ সৃষ্টি করেছেন। মিয়ানমারের ধর্মীয়, জাতিগত ও সাম্প্রদায়িক গোষ্ঠিগুলো পূর্বে কখনোই এমন ঐক্যবদ্ধ হয় নি। গণতন্ত্রের জন্য সব বিভেদ ভুলে তারা লড়াই অব্যাহত করে রেখেছে।

[৫] ব্যাংকক থেকে ভিডিও বার্তায় জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলকে তিনি জানান, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে তিনি আলোচনা করেছেন, তারা প্রত্যেকেই একমত যে, মিয়ানমারের পরিস্থিতি সব দিক দিয়েই খারাপ হচ্ছে।

[৬]এই সময় তিনি আরো বলেন, মিয়ানমারের জাতিগোষ্ঠি অধ্যূষিত অঞ্চলগুলোতে বিদ্রোহ বাড়ছে, দেশটিতে অনেক মানুষ চাকরি হারাচ্ছেন, সরকারী চাকরিজীবীরা সামরিক সরকারের অধিনে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন, পরিবারগুলো অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে, হাজারো পরিবার ক্ষুধা ও খাদ্য সংকটে ভুগছে, ঋণে জর্জারিত হয়ে পড়েছে।

[৭] সেনা শাসন বিরোধী বিক্ষোভে দেশটিতে এ পর্যন্ত ৭৫৯জন প্রাণ হারিয়েছেন, গ্রেপ্তার করেছেন সাড়ে চার হাজার, এর মধ্যে কারাগারে আটক রয়েছেন ৩ হাজার ৪৮৫জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়