শিরোনাম
◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জাতিসংঘের

লিহান লিমা: [২] স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইস্যু করা নতুন বিবৃতিতে পুনরায় মিয়ানমারে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার ও দেশটির নেত্রী অং সান সু চী সহ সব রাজনৈতিক বন্দিদের মুক্ত করে দেয়ার আহবান জানানো হয়। আল জাজিরা

[৩] নিরাপত্তা পরিষদের বিবৃতিতে দেশটিতে চলমান জাতীয় জরুরি অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং মিয়ানমারে গণতান্ত্রিক পরিবর্তনের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা পুন:ব্যক্ত করা হয়।

[৪] এর আগে মিয়ানমারে জাতিসংঘের দূত স্কারনার বার্গনার দেশটিতে গণতন্ত্রের দাবী জানিয়ে দৃঢ়ভাবে বলেন, সেনাবাহিনী ক্ষমতা কুক্ষিগত করার পর থেকেই দেশটির সাধারণ নাগরিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন, তারা সেনাশাসকদের জন্য ‘অপ্রত্যাশিত কঠিন পরিবেশ’ সৃষ্টি করেছেন। মিয়ানমারের ধর্মীয়, জাতিগত ও সাম্প্রদায়িক গোষ্ঠিগুলো পূর্বে কখনোই এমন ঐক্যবদ্ধ হয় নি। গণতন্ত্রের জন্য সব বিভেদ ভুলে তারা লড়াই অব্যাহত করে রেখেছে।

[৫] ব্যাংকক থেকে ভিডিও বার্তায় জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলকে তিনি জানান, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে তিনি আলোচনা করেছেন, তারা প্রত্যেকেই একমত যে, মিয়ানমারের পরিস্থিতি সব দিক দিয়েই খারাপ হচ্ছে।

[৬]এই সময় তিনি আরো বলেন, মিয়ানমারের জাতিগোষ্ঠি অধ্যূষিত অঞ্চলগুলোতে বিদ্রোহ বাড়ছে, দেশটিতে অনেক মানুষ চাকরি হারাচ্ছেন, সরকারী চাকরিজীবীরা সামরিক সরকারের অধিনে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন, পরিবারগুলো অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে, হাজারো পরিবার ক্ষুধা ও খাদ্য সংকটে ভুগছে, ঋণে জর্জারিত হয়ে পড়েছে।

[৭] সেনা শাসন বিরোধী বিক্ষোভে দেশটিতে এ পর্যন্ত ৭৫৯জন প্রাণ হারিয়েছেন, গ্রেপ্তার করেছেন সাড়ে চার হাজার, এর মধ্যে কারাগারে আটক রয়েছেন ৩ হাজার ৪৮৫জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়