শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১২:৪৭ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ১২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘাসফুল দিয়ে স্ত্রীকে ভালোবাসা নিবেদন বাইডেনের

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৭৮ বছর। তাতেও এতটুকু রোমান্টিকতায় ভাটা পড়েনি তার। ছোট্ট একটি ঘাসফুল দিয়ে ভালোবাসা নিবেদন করে স্ত্রী জিল বাইডেনকে চমকে দিয়েছেন তিনি। তাদের এই রোমান্টিক দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ তা দেখেছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জর্জিয়ায় যাওয়ার জন্য হোয়াইট হাউস থেকে বের হচ্ছিলেন বাইডেন। তখন হঠাৎ নিচু হয়ে ঘাসে ফুটে থাকা একটি ফুল তুলে উপহার দেন স্ত্রীকে।

অর্থের হিসেবে এটা দামি কিছু না হলেও এই ঘাসফুলেই ভালোবাসা খুঁজে নিয়েছেন বাইডেন দম্পতি।

দ্য হিলের খবর জানায়, জর্জিয়ার আটলান্টায় একটি সমাবেশে যোগ দিতে যাওয়ার জন্য রওনা হচ্ছিলেন প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল। হোয়াইট হাউস প্রাঙ্গণ পেরিয়ে মেরিন ওয়ান হেলিকপ্টারে উঠতে ঘাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা। তখন হঠাৎ নুয়ে পড়েন বাইডেন। তা দেখে থমকে যান জিল।

উঠে দাঁড়িয়ে মুখে হাসি নিয়ে স্ত্রীর হাতে তুলে দেন একটি ড্যান্ডেলিয়ন ফুল। আর মনে আনন্দ নিয়েই তা গ্রহণ করেন ফার্স্ট লেডি। এরপর জিলের কোমরে হাত রেখে তাকে হেলিকপ্টারের দিকে এগিয়ে নেন বাইডেন। আর জিল স্বামীর দেওয়া ফুলটি সযত্নে হাতে নিয়েই হেলিকপ্টারে উঠেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়