আশরাফুল নয়ন: নওগাঁর আত্রাইয়ে ছেলের হাতে বিধবা মা খুন হয়েছে। নিহত জাহিদা বেওয়া (৬৫) আত্রাই উপজেলার দীঘা পূর্ব পাড়া গ্রামের মৃত হারান প্রামানিক স্ত্রী। ঘাতক ছেলে জাহিদ হোসেন(৪৫)ও স্ত্রী রহিমা খাতুন (৩৫) আটক করেছে আত্রাই থানা পুলিশ।
ঘটনা ঘটেছে শুক্রবার সকাল ৯ টায় আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা পুর্ব পাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও আত্রাই থানা সূত্রে জানা যায়, ছেলে জাহিদ হোসেন ও তার স্ত্রী রহিমা সাথে পারিবারিক কলহের জের ধরে আজ সকাল ৯ টার দিকে তর্ক বির্তকের এক পর্যায়ে ছেলে ও বউ মিলে মসলা বাটা সীলপাটা দিয়ে মায়ের মাথায় সজোর আঘাত করলে মা লুটিয়ে পরে। নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে ঘটনা স্থলে মা মারা যায়। উপস্থিত স্থানীয়রা ছেলে ও তার স্ত্রীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ মায়ের লাশ উদ্ধার করে ও ছেলে ও স্ত্রী আটক থানায় নিয়ে আসে। নিহত জাহিদা দেওয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে আত্রাই থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় নিহত জাহিদার ভাই নজির উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি আবুল কালাম আজাদ।