শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে পেঁয়াজ বোঝাই ট্রাক খাদে পড়ে তিন জনের মৃত্যু

আফরোজা সরকার: [২] রংপুরের মিঠাপুকুর মহাসড়কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজ বোঝাই ট্রাক খাদে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে মিঠাপুকুর-রংপুর মহাসড়কের মেমোরিয়াল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

[৩] রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত আপন দুই ভাইয়ের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর জনের পরিচয় জানা যায়নি। নিহত আপন দুই ভাই হলেন শহিদ আলী ও রফিকুল ইসলাম। তারা লালমনিরহাট সদরের চিনাতলী গ্রামের মীর বকসের ছেলে।

[৪] পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়ামিন জানায়, চাপাইনবাবগঞ্জ থেকে বেগুন ও পেঁয়াজ বোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ১২টার দিকে মিঠাপুকুর উপজেলার মেমোরিয়াল কলেজের সামনে দুর্ঘটনা কবলিত ট্রাকটি অপর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলেই একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মুত্যু হয়েছে।

[৫] এসময় ট্রাকে থাকা ১০ যাত্রী গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ আরো জানায়, ট্রাকটিতে বেশ কিছু যাত্রী ছিলেন। লকডাউনে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় তারা ট্রাকে করে রংপুরে আসছিলো। দুর্ঘটনার পর রাস্তার পাশে উল্টে যাওয়া ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়