শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯-ফোন করে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ২

জিএম মিজান : [২] বগুড়ার শিবগঞ্জে ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় ৯৯৯-ফোন করে ইজিবাইক উদ্ধার, দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত নাজির আকন্দ এর ছেলে মানু মিয়া (৩০) ও একই গ্রামের আবুল হোসেন এর ছেলে বেলাল হোসেন (২১)। বৃহস্পতিবার দিবাগত সাড়ে ৮টায় ঘটনাটি ঘটেছে।

[৩] জানা যায়, পার্শ্ববর্তী কালাই উপজেলার পুনট গ্রামের শ্রী নিবারণ চন্দ্র মোহন্ত এর ছেলে নিখিল চন্দ্র মোহন্ত (২৭) গত ২৯ এপ্রিল পুনট বাজারে অবস্থান করার সময় দুইজন যাত্রী বেশধারী ছিনতাইকারী তাকে শিবগঞ্জে পৌঁছে দেওয়ার জন্য একশত ৫৫ টাকায় ইজিবাইক ভাড়া করে। নিখিল দুইজন যাত্রী নিয়ে শিবগঞ্জ পৌর এলাকার অর্জুনপুর ব্রীজ এর নিকট পৌঁছিলে পূর্বের দুইজন যাত্রীর পরিচিত আরও দুইজন যাত্রী তার ইজিবাইকে উঠে মোকামতলা দিকে নিয়ে যেতে বলে।

[৪] একপর্যায়ে রাত সাড়ে ৮টায় বেড়াবালা গ্রামের মাজারের পূর্ব পার্শ্বে ইজিবাইক চালক নিখিল কে পার্শ্ববর্তী কলা বাগানে নিয়ে গিয়ে বেধরক ভাবে মারপিট করে হাত-পা বেঁধে রেখে ইজিবাইক নিয়ে যাত্রী বেশধারী চারজন যাত্রী মোকামতলার দিকে পালিয়ে যেতে থাকে। ওই সময় রাস্তার পাশ দিয়ে এক মটরসাইকেল আরোহী নিখিলকে দেখতে পায় এবং তার হাত পায়ের বাঁধন খুলে দেয়। এসময় নিখিল, মটরসাইকেল আরোহীকে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা খুলে বলেন।

[৫] সে তখন ৯৯৯ ফোন করলে শিবগঞ্জ থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে শিবগঞ্জ-মোকামতলা সড়কের ভাগকোলা এলাকার এরফানের গোডাউনের পাশ থেকে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করে। এসময় পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেলও অপর দুইজন পালিয়ে যায়। শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস মন্ডল এ প্রতিবেদক-কে বলেন, ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে চুরিযাওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যহত আছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়