শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় ৩ মাদক কারবারি গ্রেফতার

মাসুদা ইয়াসমিন:[২] ঢাকার আশুলিয়ায় ইয়াবা ও বিপুল পরিমাণ হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে আশুলিয়ার কুমকুমারী এলাকার আব্দুল আজীজের বাড়ি থেকে তাদের আটক করা হয়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ।

[৩] গ্রেফতারকৃতরা হলো - কক্সবাজার জেলার চকরিয়া থানার পশ্চিম বড় বেউলা ইউনিয়নের দরবেশকাটা এলাকার মিনারুল (৫৩), একই থানার ইলিসিয়া উখখালি গ্রামের মৃত আমিরের ছেলে সোহেল (৩৭) ও আশুলিয়ার থানার নয়ারহাট পূর্ব ধনিয়া গ্রামের সাইফুল ইসলাম (৪৫)। তাদের মধ্যে মিনারুল ও সোহেল আশুলিয়ার কুমকুমারী এলাকায় আব্দুল আজীজের বাড়িতে বাসা ভাড়া করে থাকতেন।

[৪] পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কুমকুমারী এলাকায় মাদক বিক্রি হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে পুলিশ আসার খবর পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৩ হাজার ৯০০ টাকা মূল্যের ২১৩ পিস ইয়াবা ও পাঁচ লাখ ৫৭ হাজার ৬০০ টাকার ২৭৮৮ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়।

[৫] এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, গ্রেফতার হওয়া মাদক কারবারিরা কক্সবাজার থেকে এসে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে থেকে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়