শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় ৩ মাদক কারবারি গ্রেফতার

মাসুদা ইয়াসমিন:[২] ঢাকার আশুলিয়ায় ইয়াবা ও বিপুল পরিমাণ হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে আশুলিয়ার কুমকুমারী এলাকার আব্দুল আজীজের বাড়ি থেকে তাদের আটক করা হয়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ।

[৩] গ্রেফতারকৃতরা হলো - কক্সবাজার জেলার চকরিয়া থানার পশ্চিম বড় বেউলা ইউনিয়নের দরবেশকাটা এলাকার মিনারুল (৫৩), একই থানার ইলিসিয়া উখখালি গ্রামের মৃত আমিরের ছেলে সোহেল (৩৭) ও আশুলিয়ার থানার নয়ারহাট পূর্ব ধনিয়া গ্রামের সাইফুল ইসলাম (৪৫)। তাদের মধ্যে মিনারুল ও সোহেল আশুলিয়ার কুমকুমারী এলাকায় আব্দুল আজীজের বাড়িতে বাসা ভাড়া করে থাকতেন।

[৪] পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কুমকুমারী এলাকায় মাদক বিক্রি হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে পুলিশ আসার খবর পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৩ হাজার ৯০০ টাকা মূল্যের ২১৩ পিস ইয়াবা ও পাঁচ লাখ ৫৭ হাজার ৬০০ টাকার ২৭৮৮ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়।

[৫] এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, গ্রেফতার হওয়া মাদক কারবারিরা কক্সবাজার থেকে এসে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে থেকে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়