শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০২ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জের মল্লিকপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত এক নারী অগ্নিদ্বগ্ধ, পুড়ে গেছে শরীরের ৮০ ভাগ

জাকারিয়া হোসেন জোসেফ: সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর এলাকায় এক বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে এক নারী অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। অগ্নিদ্বগ্ধ নারীর নাম ঝরনা চৌধুরী(৪৫)। তিনি পৌরসভার মল্লিকপুর এলাকার বিভু ভূষন চৌধুরীর সহধর্মিনী।

বৃহস্পতিবার রাতে বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে কিনা অথবা কিভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ঐ নারীর শরীরের কাপড়ে আগুন ধরে শরীরের অধিকাংশ পুড়ে সে গুরুতর অগ্নিদ্বগ্ধ হন। তাৎক্ষনিক তাকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসাপালে নিয়ে আসলে নারীর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা নিয়ে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই খবরটি জেনে হাসপাতালের আবাসিক চিকিৎসক(আর এম ও)স ডা. রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে রাত ১০টায় আনুমানিক যোগাযোগ করা হলে তিনি বাহিরে থাকায় তিনি হাসপাতালের জরুরী বিভাগের এই(০১৭১২৪০৩৪৮৮ নম্বরে ) যোগাযোগ করতে বলেন ।

তাৎক্ষনিক এই জরুরী নম্বরে একাধিকবার ফোন দিলে ও কেহ ফোন রিসিভ না করায় ঐ গুরুতর আহত নারীর অবস্থা কেমন তার স্বজনদের সাথে কথা বলার সুযোগ হয়নি। পরে বিরক্তিবোধ নিয়েই বসে থাকলাম। প্রায় ফোন দেয়ার আধাঘন্টা পরে আবারো এই জরুরী নম্বরে ফোন দেয়ার পর দায়িত্ব পালনরত একজন মেডিকেল অফিসার ডা. শাওনা ফোন রিসিভ করে আমার পরিচয় জানার পর উনি বলেন যে আপনার অনেকগুলো ফোন আসলেও আমি রোগী নিয়ে ব্যস্ত ছিলাম বলে জানান।

এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়,ঐ আহত নারীর শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে সিলেটে স্থানান্তর করা হয়েছে। তবে রোগীর অবস্থা আশ্ংঙ্কাজনক বলে জানা যায়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন ঘটনার সত্যা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়