শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০২ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জের মল্লিকপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত এক নারী অগ্নিদ্বগ্ধ, পুড়ে গেছে শরীরের ৮০ ভাগ

জাকারিয়া হোসেন জোসেফ: সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর এলাকায় এক বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে এক নারী অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। অগ্নিদ্বগ্ধ নারীর নাম ঝরনা চৌধুরী(৪৫)। তিনি পৌরসভার মল্লিকপুর এলাকার বিভু ভূষন চৌধুরীর সহধর্মিনী।

বৃহস্পতিবার রাতে বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে কিনা অথবা কিভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ঐ নারীর শরীরের কাপড়ে আগুন ধরে শরীরের অধিকাংশ পুড়ে সে গুরুতর অগ্নিদ্বগ্ধ হন। তাৎক্ষনিক তাকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসাপালে নিয়ে আসলে নারীর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা নিয়ে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই খবরটি জেনে হাসপাতালের আবাসিক চিকিৎসক(আর এম ও)স ডা. রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে রাত ১০টায় আনুমানিক যোগাযোগ করা হলে তিনি বাহিরে থাকায় তিনি হাসপাতালের জরুরী বিভাগের এই(০১৭১২৪০৩৪৮৮ নম্বরে ) যোগাযোগ করতে বলেন ।

তাৎক্ষনিক এই জরুরী নম্বরে একাধিকবার ফোন দিলে ও কেহ ফোন রিসিভ না করায় ঐ গুরুতর আহত নারীর অবস্থা কেমন তার স্বজনদের সাথে কথা বলার সুযোগ হয়নি। পরে বিরক্তিবোধ নিয়েই বসে থাকলাম। প্রায় ফোন দেয়ার আধাঘন্টা পরে আবারো এই জরুরী নম্বরে ফোন দেয়ার পর দায়িত্ব পালনরত একজন মেডিকেল অফিসার ডা. শাওনা ফোন রিসিভ করে আমার পরিচয় জানার পর উনি বলেন যে আপনার অনেকগুলো ফোন আসলেও আমি রোগী নিয়ে ব্যস্ত ছিলাম বলে জানান।

এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়,ঐ আহত নারীর শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে সিলেটে স্থানান্তর করা হয়েছে। তবে রোগীর অবস্থা আশ্ংঙ্কাজনক বলে জানা যায়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন ঘটনার সত্যা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়