শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০২ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জের মল্লিকপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত এক নারী অগ্নিদ্বগ্ধ, পুড়ে গেছে শরীরের ৮০ ভাগ

জাকারিয়া হোসেন জোসেফ: সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর এলাকায় এক বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে এক নারী অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। অগ্নিদ্বগ্ধ নারীর নাম ঝরনা চৌধুরী(৪৫)। তিনি পৌরসভার মল্লিকপুর এলাকার বিভু ভূষন চৌধুরীর সহধর্মিনী।

বৃহস্পতিবার রাতে বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে কিনা অথবা কিভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ঐ নারীর শরীরের কাপড়ে আগুন ধরে শরীরের অধিকাংশ পুড়ে সে গুরুতর অগ্নিদ্বগ্ধ হন। তাৎক্ষনিক তাকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসাপালে নিয়ে আসলে নারীর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা নিয়ে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই খবরটি জেনে হাসপাতালের আবাসিক চিকিৎসক(আর এম ও)স ডা. রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে রাত ১০টায় আনুমানিক যোগাযোগ করা হলে তিনি বাহিরে থাকায় তিনি হাসপাতালের জরুরী বিভাগের এই(০১৭১২৪০৩৪৮৮ নম্বরে ) যোগাযোগ করতে বলেন ।

তাৎক্ষনিক এই জরুরী নম্বরে একাধিকবার ফোন দিলে ও কেহ ফোন রিসিভ না করায় ঐ গুরুতর আহত নারীর অবস্থা কেমন তার স্বজনদের সাথে কথা বলার সুযোগ হয়নি। পরে বিরক্তিবোধ নিয়েই বসে থাকলাম। প্রায় ফোন দেয়ার আধাঘন্টা পরে আবারো এই জরুরী নম্বরে ফোন দেয়ার পর দায়িত্ব পালনরত একজন মেডিকেল অফিসার ডা. শাওনা ফোন রিসিভ করে আমার পরিচয় জানার পর উনি বলেন যে আপনার অনেকগুলো ফোন আসলেও আমি রোগী নিয়ে ব্যস্ত ছিলাম বলে জানান।

এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়,ঐ আহত নারীর শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে সিলেটে স্থানান্তর করা হয়েছে। তবে রোগীর অবস্থা আশ্ংঙ্কাজনক বলে জানা যায়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন ঘটনার সত্যা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়