নূর মোহাম্মদ: [২] বুধবার সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনাল দুই হাজার ৭৩৬টি আবেদন নিষ্পত্তি করে তাদের জামিন মঞ্জুর করেন। এদিকে চলমান লকডাউনের মধ্যে ১২ কার্যদিবসে মোট ২১ হাজার ৪৬১ জন জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
এদিকে মোট ১২ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ২৬৯ জন বলে জানান সাইফুর রহমান।