শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:২৩ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুবিধা বঞ্চিত শিশুদের উন্নয়নে ইপনা'র ভূমিকা প্রশংসনীয়: ডা. মো. শারফুদ্দিন আহমেদ

শাহীন খন্দকার: [২] বুধবার বিশ্ব অটিজম সচেতনা দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা) এর উদ্যোগে চিকিৎসক, সাইকোলজিস্ট এবং থেরাপিস্টদের নিয়ে এক ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইপনা এর পরিচালক অধ্যাপক ডা. শাহীন আকতার।

[৩] প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, সুবিধা বঞ্চিত বিশেষ শিশুদের সার্বিক উন্নয়নে ইপনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে সুবিধা বঞ্চিত এ ধরনের শিশু ও তাঁদের অভিভাবকদের সমস্যা সমাধানের মানবিক প্রয়াস নিয়ে উন্নত গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচীতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই ইনস্টিটিউটটি। ইপনা সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের ডাক্তার, সাইকোলজিস্ট, থেরাপিস্ট, অভিভাবক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সরকারি ও বেসরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। ২০১৭ সালে ইপনা দেশব্যাপী অটিজম বিষয়ে সবচেয়ে বৃহৎ জরিপ কার্যক্রম পরিচালনা করে। জরিপে প্রতি ১০০০০ জনে ১৭টি অটিজম বৈশিষ্ট সম্পন্ন শিশু পাওয়া যায়। আগামী দিনে ইপনার গবেষণা, প্রশিক্ষণ কর্মসূচীসহ সেবামূলক সকল ধরনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সার্বিক সহায়তা প্রদান করে যাবে বলে তিনি জানালেন।

[৪] ওয়েবিনারে জানানো হয়, ইপনা ২০১৮ সালের জুলাইয়ে বিএসএমএমইউ কর্তৃক আত্মীকরণকৃত হয়। এর আগে ক্রমান্বয়ে বাড়তে থাকা চাহিদার পরিপ্রেক্ষিতে এবং বিশ্বব্যাপী পরিচিত অটিজম বিশেষজ্ঞ, ডাব্লিউএইচও’র দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধুর দৌহিত্রা সায়মা হোসেন ওয়াজেদ পুতুলের ঐকান্তিক প্রচেষ্টায় একটি মাল্টি-ডিসিপ্লিন্যারি টীম নিয়ে গঠিত হয় ‘সেন্টার ফর নিউরোডেভলপমেন্ট এন্ড অটিজম ইন চিলড্রেন সংক্ষেপে সিন্যাক। যা ২০১০ সালে জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। ওয়েবিনারে আরো জানানো হয়, ইপনাতে রয়েছে ৫০ আসন বিশিষ্ট ইপনা অটিজম স্কুল। শিক্ষার্থী শিক্ষক ২:১ অনুপাতে পরিচালিত স্কুলে হোম ভিজিট কর্মসূচীও চালু আছে। ইপনার উদ্যোগে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, সেমিনার সিম্পোজিয়াম, ওয়ার্কশপ আয়োজন করা হয়ে থাকে। এছাড়া এসব বিষয়ের উপর লিফলেট, বুকলেট, ফ্লায়ার প্রকাশ ও জনগণের মাঝে তা বিতরণ করে থাকে। অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যা সমাধান উন্নত সেবা প্রদানে সক্ষম দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশে ইপনাই প্রথম চালু করেছে ছয় মাস মেয়াদী সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভলপমেন্টাল ডিজঅর্ডারস শীর্ষক পূর্ণাঙ্গ কোর্স। ইপনা এর সেবা, অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা সারা দেশে ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর। ইপনা ‘যত্নে সেবায় ভালোবাসায় বদলে দেই, এই স্লোগান নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়