শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিচার্ডসনের বদলি হিসেবে মুম্বাইয়ের পেসারকে দলে নিল ব্যাঙ্গালোর

স্পোর্টস ডেস্ক: [২] কেন রিচার্ডসনের বদলি হিসেবে নিউজিল্যান্ডের পেসার স্কট কুগলেইনকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অজি তারকা জাতীয় দলের সতীর্থ অ্যাডাম জাম্পার সঙ্গে সোমবার ২৬ এপ্রিল দল ছেড়েছেন।

[৩] ব্যক্তিগত কারণে আইপিএলের মাঝপথে দেশে ফিরছেন বলে জানালেও বুঝে নিতে অসুবিধা হয় না যে ভারতে করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় দেশে ফেরা মনস্থির করেন রিচার্ডসন ও জাম্পা।

[৪] ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুয়ায়ী কুগলেইন মঙ্গলবার ২৭ এপ্রিল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের বায়ো-বাবলে ছিলেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। বায়ো-বাবলে থেকে আইপিএল খেলতে হওয়ায় বেশ কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রিজার্ভ ক্রিকেটারদের দলের সঙ্গে রেখেছে। রিচার্ডসনের পরিবর্তে খুঁজে নেওয়া হলেও জাম্পার বদলি হিসেবে এখনও কাউকে দলে নেওয়া হয়নি।

[৫] কুগলেইন এর আগে একবার চেন্নাই সুপার কিংসয়ের স্কোয়াডে ছিলেন। ২০১৯ সালে তাঁকে চোট পেয়ে ছিটকে যাওয়া লুঙ্গি এনগিদির পরিবর্তি হিসেবে দলে নেয় সিএসকে। সেবার চেন্নাইয়ের জার্সিতে ২টি ম্যাচে মাঠে নামেন তিনি। নন ২টি উইকেট।

[৬] ২৯ বছর বয়সী কিউয়ি পেসার ১২০টি টি-টোয়েন্টি ম্যাচে ১১৮টি উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের হয়ে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ১৬টি। নিয়েছেন ১৩টি উইকেট। কিউটি তারকার ব্যাটের হাতটাও নেহাত মন্দ নয়। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭.৭৮ গড়ে ৭২৯ রান করেছেন তিনি। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়