শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০২:০৩ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোসেনপুরে ফিরেছে সোনালী আঁশের সুদিন

আশরাফ আহমেদ: [২] সারাবিশ্বে পাট উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশ ছিল প্রথম। উৎপাদিত পাট বহির্বিশ্বে বিক্রি করে অর্জন করত প্রচুর বৈদেশিক মুদ্রা। কিন্তু নানান অনিয়ম, দুর্নীতি ও পাটের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে আস্তে আস্তে পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নেয় স্থানীয় পাট চাষিরা। তবে গতবছর পাটের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় পাট চাষে আগ্রহ বাড়ছে চাষীদের। তাই হারানো ঐতিহ্য পুনরায় ফিরে পাবে সোনালী আঁশ পাট এমন প্রত্যাশা করছেন পাট গবেষকরা।

[৩] এ চলতি মৌসুমে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত চরাঞ্চলের জমিতে লক্ষ্যমাত্রার চেয়েও ব্যাপকভাবে সোনালী আঁশের আবাদ হয়েছে। দেশে সার, বীজ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ কম ও অনুকূল আবহাওয়া থাকায় সোনালী আঁশের ফলন অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের হাটবাজারে পাটের দাম অধিক ও কম খরচে পাটের অধিক ফলন হওয়ায় সোনালী আঁশের সুদিন ফিরে আসবে বলে মনে করেন স্থানীয় পাট চাষীরা।

[৪] কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিভিন্ন গ্রাম ও চরাঞ্চলের সমতল ও অসমতল জমিতে এ বছর পাটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২হাজার ১’শ ১২হেক্টর জমিতে। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২ হাজার ৪’শ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। তন্মধ্যে দেশীয় পাট ১হাজার ৫’শ হেক্টর ও তোষা জাত ৫’শ হেক্টর ও অন্যান্য জাতের পাট রয়েছে। বর্তমানে বাজারে সরকার নির্ধারিত মণ প্রতি ৪ হাজার থেকে ৪ হাজার ২’শ টাকায় পাট বিক্রি হচ্ছে।

[৫] পাটির মূল্য ভালো পাওয়ায় পাট চাষে উদ্ভুদ্ধ হয়ে ব্যাপকভাবে পাট চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন স্থানীয় পাট
চাষীরা।

[৬] উপজেলার জিনারী ইউনিয়নের গ্রামের পাট চাষী সাইফুল ইসলাম, সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের পাট চাষী মফিজ উদ্দিন, চর বিশ্বনাথপুর গ্রামের হেলাল উদ্দিন সহ অনেকেই জানান, অন্যান্য কৃষি ফসলের তুলনায় পাটের আবাদে খরচ কম হয়, পাটের বাজার দাম ও বেশি। তাই আমরা এই বছর অধিক জমিতে পাটের আবাদ করেছি।

[৭] উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরুল কায়েস বলেন, উপজেলায় আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাটের আবাদ হয়েছে। তবে পাটের দাম সন্তোষজনক অবস্থা বিরাজ করায় উপজেলায় পাটের সুদিন ফিরে আসবে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়