স্পোর্টস ডেস্ক: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পরপর চার ম্যাচে হারের পর অবশেষে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংসের বিপক্ষে জয়ের পর বোলারদের কৃতিত্ব দিয়েছেন কেকেআর ক্যাপ্টেন ইয়ন মরগান। একইসঙ্গে ভারতের করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তিনি।
[৩] নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাবের বিরুদ্ধে পাঁচ উইকেটে জেতার পর মরগান বলেন, গত কয়েকদিন আমরা পরিশ্রমের কোনো কমতি রাখিনি। তবে কোনোভাবেই দলগত পারফরম্যান্স ভালো হচ্ছিল না। বোলাররা আজ দারুণ পারফর্ম করেছে। আমরা যেভাবে শুরু করেছিলাম, সেভাবেই শেষ করেছি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পাঞ্জাবের ওপর চাপ বজায় রাখতে চেয়েছিলাম। এদিন সেটা করতে পেরেছি।
[৪] এদিকে গতকাল টি-২০ ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করেছেন মরগান। এমন কীর্তির দিনে ভারতের দুরবস্থার কথা ভোলেননি তিনি। এ ব্যাপারে মরগান বলেন, জৈব সুরক্ষা বলয়ে থাকাটা চ্যালেঞ্জের। এতো প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের জন্য সব কিছু ম্যানেজ করাও কর্তৃপক্ষের জন্য বেশ চাপের। তবে আমরা সুরক্ষিত।
[৫] তিনি যোগ করেন, আমরা বায়ো বাবলে থাকলেও জানি সারা ভারতের এখন কী অবস্থা! আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সবাই একসঙ্গে চেষ্টা করতে পারি। শুধু ভারত নয়, গোটা বিশ্বের মানুষের জন্যই আমাদের কিছু না কিছু করতে হবে। এই সময়টাতে একসঙ্গে থাকতে হবে। তবেই আমরা খারাপ সময় কাটিয়ে উঠতে পারব। - ক্রিকফ্রেঞ্জি