শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭ বছরেও নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার রায় হয়নি

মাসুদ আলম : [২] নিম্ন আদালতের পর হাইকোর্টে দ্রুত রায় ঘোষণা করা হলেও, আপিল বিভাগে আটকে আছে মামলাটি। আপিল নিষ্পত্তিতে ধীর গতির অভিযোগ করেছেন নিহতদের পরিবার।

[৩] ২০১৪ সালের ২৭শে এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, তার আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে। তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। এ ঘটনায় কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বাদী হয়ে ফতুল্লা থানায় আলাদা দুটি মামলা করেন। এসব মামলায় ৩৫ জনকে আসামি করা হয়।

[৪] ২০১৬ সালের ৮ই ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ। হত্যার তিন বছর পর ২০১৭ সালের ১৬ই জানুয়ারি আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি বরখাস্ত কাউন্সিলর নূর হোসেন, সাবেক র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও রানাসহ ২৬ জনের ফাঁসির আদেশ দেন নিম্ন আদালত। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

[৫] ২০১৭ সালের ২২শে আগস্ট এ মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় হাইকোর্ট। বাকি ১১ আসামিকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন মৃত্যুদণ্ড পাওয়া ১০ আসামিসহ ১৩ জন।

[৬] নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, আপিল বিভাগে মামলার কার্যক্রম ধীর গতিতে চলছে। নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে বহাল থাকবে এমনটাই আশা তাদের। অন্তত বিচারটাও যদি হয়, তাহলে সন্তানরা এ ভেবে স্বস্তি পাবে যে বাবা হত্যার বিচার হয়েছে। আমরা সরকারের কাছে শুধু বিচার চাই।

[৭] রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, জেলা জজ আদালতে যে রায় হয়েছে উচ্চ আদালতেও সে রায় বহাল আছে। এখন জানতে পেরেছি তারা আপিল বিভাগে আপিল করেছে। নিম্ন আদালতের রায়, উচ্চ আদালতে বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়