শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৮:০৭ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের জাহাজে হামলার ঘটনায় ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়া হবে, জেনারেল বাকেরি

রাশিদুল ইসলাম : [২] সিরিয়ায় ইরানি ট্যাংকারের ওপর হামলার জন্যে সরাসরি ইসরায়েলকে দায়ী করেননি জেনারেল মোহাম্মদ বাকেরি। তবে সিরিয়া থেকে আরব নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে লেবাননের জলসীমা থেকে একটি ড্রোন ওই ট্যাংকারটির ওপর হামলা চালায়। আরটি

[৩] কিছু মিডিয়ার খবরে বলা হয় ওই হামলায় তিনজন নিহত হয়েছে। আবার কিছু মিডিয়া বলছে এ হামলায় হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে।

[৪] গত কয়েক মাসে ইরান ও ইসরায়েলের জাহাজে পাল্টাপাল্টি হামলার ঘটনা থাকলেও কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

[৫] ইরানের সেনাবাহিনী প্রধান জেনারেল বাকেরি বলেন, এসব অপকর্মের হোতাদের ব্যাপারে কিছু বলব না এবং এর পেছনে কারা জড়িত তাও ঘোষণা করব না। ইসরায়েল যদি তার অপকর্ম চালিয়ে যায় তাহলে ইরানের জবাব কি হবে- এমন প্রশ্নের জবাবে জেনারেল বাকেরি বলেন, ইরানের সম্ভাব্য জবাব এখনই স্পষ্ট করা যাবে না তবে ইসরায়েলকে সহজে ছেড়ে দেয়া হবে না। তবে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো সম্প্রতি যে তৎপরতা দেখিয়েছে এবং সামনের দিনগুলোতে যা করবে তাতে ইসরায়েলের শুভবুদ্ধির উদয় হবে।

[৬] বাকেরি বলেন ইসরায়েল ধরে নিয়েছিল তারা স্থায়ীভাবে সিরিয়ার ভূমিতে হামলার পাশাপাশি বিভিন্ন স্থানে ও সাগরে নিজেদের কুকর্ম চালিয়ে যাবে এবং এর কোনো জবাব পাবে না।

[৭] শনিবার গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ৪০টি রকেট নিক্ষেপ করেন। এসব রকেট একের পর এক আঘাত হানার ফলে গোটা ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়