শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদগাহের চেয়ে মসজিদেই করোনা সংক্রমণে ঝুঁকি বেশি

শওগত আলী সাগর: বাংলাদেশে ঈদের জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে মসজিদে আদায়ের অনুরোধ করেছে ধর্মমন্ত্রণালয়। সরকারের এই আদেশটি দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শক্রমে হয়েছে কিনা তা অবশ্য আদেশে উল্লেখ করা হয়নি। আমার মনে হয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করলে তারা খোলা জায়গায় নামাজ আদায়কেই প্রাধান্য দিতেন। ফেসবুক থেকে

গত এক বছরের তথ্যউপাত্ত পর্যালোচনায় বিশেষজ্ঞরা বদ্ধ ঘরকে করোনা সংক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করছেন। তারা বরং খোলা মাঠ বা খোলা জায়গাকে কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছেন।

পশ্চিমে বিশেষ করে আমেরিকায় খোলা জায়গায় মাস্ক ছাড়া চলাচলের নির্দেশনা দেয়ার প্রস্তুতি চলছে বলেও চিকিৎসক বন্ধুরা জানাচ্ছেন। আমেরিকার সিডিসি শিগগিরই এই সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করবে বলে আমেরিকার চিকিৎসকরা ঈঙ্গিত দিচ্ছেন। খোলা জায়গায় করোনার সংক্রমণ কম হয়- এমন একটি বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতেই আমেরিকা এই ভাবনা ভাবছে।

মসজিদের ভেতর নামাজ আদায় হলে মানুষ আবদ্ধ ঘরে অনেকটা সময়ের জন্য অবস্থান করবেন। এই সময়ে উপসর্গহীন সংক্রমিত কোনো নামাজী থাকলে তার শরীর থেকে ভাইরাস আবদ্ধ ঘরে অন্যদের সহজেই সংক্রমিত করতে পারে।

আমার মনে হয় ধর্মমন্ত্রণালয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে দেখতে পারে। তবে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য বলে, মসজিদের ভেতরের চেয়ে খোলা জায়গায় ঈদের নামাজ আদায় অধিকতর নিরাপদ এবং তাতে করোনা ছড়ানোর কম ঝুঁকি থাকে।

লেখক: কানাডা প্রবাসী বাংলাদেশি

  • সর্বশেষ
  • জনপ্রিয়