শিরোনাম
◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন”

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডের আগেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : [২] চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এই আসরের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

[৩] ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। যেখানে তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ডের আগেই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।

[৪] সূচি অনুযায়ী, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জুলাইয়ের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। এরপর সমান সংখ্যক ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে পরিকল্পনা পরিবর্তনের কারণে নিউজিল্যান্ডের আগেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া।

[৫] যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুর দিকে বাংলাদেশে আসবেন ডেভিড ওয়ার্নার- গ্লেন ম্যাক্সওয়েলরা। এরপর সেই মাসেই বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড।

[৬] এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হলেও আরও দুটি ম্যাচ অন্তুর্ভুক্ত করার পরিকল্পনা করছে বিসিবি। তবে সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান।

[৭] এ প্রসঙ্গে আকরাম বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা শেষে জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এরপর নিউজিল্যান্ড তাঁদের অনুসরণ করবে। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। তবে সেটির সম্ভবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন আকরাম। - ক্রিকবাজ/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়