মনিরুল ইসলাম: [২] খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের মুক্তির দাবি জানিয়েছে তার দল।
[৩] শনিবার এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. আহমদ আবদুল কাদেরকে সরকার অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
[৪] বিবৃতিতে মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ইফতারের আগ মুহূর্তে ডিবি পরিচয়ে আগারগাঁও থেকে ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সকলকে নিঃশর্ত মুক্তির দাবি জানায় খেলাফত মজলিস
[৫] বিবৃতিতে মাওলানা ইসহাক অবিলম্বে দেশের আলেমদের গ্রেফতার, নির্যাতন বন্ধ ও খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ গ্রেফতার সকলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।