শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিচালক এফআই মানিক সাইমন-মাহীকে নিয়ে শুরু করতে যাচ্ছেন ‘মন পাখি’

ইমরুল শাহেদ: পরিচালক এফআই মানিক জানালেন, তিনি ঈদের পর ‘মন পাখি’ নামে একটি ছবি নিয়ে যশোর যাবেন। তার এ ছবির নায়ক-নায়িকা থাকবেন সাইমন ও মাহিয়া মাহী। তার সঙ্গে কথা বলে বুঝা গেল, শাপলা মিডিয়ার যে ছবিটি করার কথা ছিল সেটা আপাতত করা হচ্ছে না।

তিনি নির্বাচনের দিন যেহেতু ভোট দিতে যাননি, সেহেতু শাপলা মিডিয়া আপাতত তাকে দিয়ে কোনো ছবি বানাতে চাইছে না এবং এফআই মানিকও তার জন্য পরিকল্পিত ছবিটি করতে চাইছেন না। অথচ তার একটি ছবির জন্য ঋতুপর্ণা, অংকুশ, নুসরাত ফারিয়াসহ আরো কয়েকজনকে ঠিক করা হয়েছিল। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো বড় বাজেটের ছবির নির্মাতা যারা রয়েছেন, তারা নানা অজুহাতে বড় ছবি নির্মাণ করতে চাইছেন না।

এজন্য বড় ছবির নির্মাতারা বেকার হয়ে পড়েছেন। এখন কোনো প্রযোজকই বড় বাজেটের ছবি বানাতে চাইছেন না। দেড় বা দুই কোটি টাকা বিনিয়োগ করে ছবি বানালেও সে বিনিয়োগ উঠে আসার কোনো সম্ভাবনা নাই। সিনেমা হলের সংখ্যা সীমিত হয়ে পড়েছে। এছাড়া মহামারির কারণে দীর্ঘদিন থেকে সিনেমা হল বন্ধ থাকায় দর্শকরাও সিনেমা হলে যাওয়ার পথ ভুলে গেছেন। ঈদের জন্য বড় বড় ছবি প্রস্তুত আছে। কিন্তু রিলিজ করার মতো সিনেমা হল কোথায়? দেশে বর্তমানে সিনেমা হলের সংখ্যা মাত্র ৭০ থেকে ৮০টির মতো।

মহামারির কারণে বার বার সিনেমা হল বন্ধ থাকায় প্রদর্শকরা লোকসানে পড়ে অনেকে আরো সিনেমা হল বন্ধ করে দিচ্ছেন। তাহলে দেশে কি সিনেমা শিল্প থাকবে না? এফআই মানিক বলেন, নিশ্চয়ই সিনেমা হল থাকবে। সিনেমা ব্যবসাও আগের মতো রমরমা হবে। বড় বিনিয়োগ কারীরাও লগ্নি নিয়ে এগিয়ে আসবে। এখন শুধু সময়ের অপেক্ষা। চলচ্চিত্রের এই দূর্বল সময়কে পুঁজি করে একজন প্রযোজক চলচ্চিত্রেশিল্পের অভিভাবক হওয়ার চেষ্টা করছেন। তিনি অনেকটা সফলও। অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় - এখন সেই পরিস্থিতি চলছে চলচ্চিত্রে। তবে প্রত্যেকে প্রত্যেকের দিকে সতর্ক দৃষ্টি রাখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়