শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে; ডিএমপির নতুন নির্দেশনা

ইসমাঈল ইমু: [২] রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, আগে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিপণিবিতান কিংবা দোকানপাট খোলা থাকলেও রোজাদারদের কথা চিন্তা করে নতুন এ সময় বাড়ানো হলো। তবে এ সময় মার্কেট কর্তৃপক্ষকে স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক দূরত্ব নিশ্চিত। এমনকি প্রত্যেককেরই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এর ব্যতিক্রম ঘটলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৩] এর আগে লকডাউনে শুরু থেকেই বিপণিবিতান খুলে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী নেতারা। পরে দোকান মালিক সমিতির নেতা ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসে সিদ্ধান্ত হয় ২৪ মার্চ সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা হবে।

[৪] সে ঘোষণা অনুযায়ী দোকানপাট, শপিং মল খুললেও ক্রেতাসাধারণের আনাগোনা কম। বিশেষ করে ক্রেতা সাধারণ রমজান মাসের রোজা রাখার পর পরই তারা এসব স্থানে আসেন এবং নিজেদের পছন্দ মতো পণ্য সামগ্রী ক্রয় করেন। কিন্তু এ সময় বেচা বিক্রি কম হওয়ায় ব্যবসায়ীদের পক্ষ থেকে নানা ধরনের আপত্তি আসতে থাকে। পরে তারা সরকার এবং পুলিশের শীর্ষ পর্যায়ে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা অব্যাহত রাখেন। তার ফলশ্রুতিতে রাত ৯টা পর্যন্ত দোকান খোলার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়