শিরোনাম
◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের ◈ ফুটবল ফেডা‌রেশন বিসিবির কাছে প‌রিচালক আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে 

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে; ডিএমপির নতুন নির্দেশনা

ইসমাঈল ইমু: [২] রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, আগে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিপণিবিতান কিংবা দোকানপাট খোলা থাকলেও রোজাদারদের কথা চিন্তা করে নতুন এ সময় বাড়ানো হলো। তবে এ সময় মার্কেট কর্তৃপক্ষকে স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক দূরত্ব নিশ্চিত। এমনকি প্রত্যেককেরই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এর ব্যতিক্রম ঘটলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৩] এর আগে লকডাউনে শুরু থেকেই বিপণিবিতান খুলে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী নেতারা। পরে দোকান মালিক সমিতির নেতা ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসে সিদ্ধান্ত হয় ২৪ মার্চ সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা হবে।

[৪] সে ঘোষণা অনুযায়ী দোকানপাট, শপিং মল খুললেও ক্রেতাসাধারণের আনাগোনা কম। বিশেষ করে ক্রেতা সাধারণ রমজান মাসের রোজা রাখার পর পরই তারা এসব স্থানে আসেন এবং নিজেদের পছন্দ মতো পণ্য সামগ্রী ক্রয় করেন। কিন্তু এ সময় বেচা বিক্রি কম হওয়ায় ব্যবসায়ীদের পক্ষ থেকে নানা ধরনের আপত্তি আসতে থাকে। পরে তারা সরকার এবং পুলিশের শীর্ষ পর্যায়ে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা অব্যাহত রাখেন। তার ফলশ্রুতিতে রাত ৯টা পর্যন্ত দোকান খোলার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়