শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোকান খোলার প্রথম দিনেই উল্লাপাড়া পৌর মার্কেটে ব্যাপক ভিড়, স্বাস্থ্য বিধি মানছে না কেও

উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ [২] চলামান লকডাউনের মধ্যেও প্রাণ ফিরে পেল উল্লাপাড়া পৌর মার্কেটের দোকানপাট। ১৮দিন বন্ধ থাকার পর সরকারি ঘোষণায় রোববার (২৫ এপ্রিল) এখানকার সব দোকানপাট ও শপিং মল খুলেছে।

[৩] গত ৮ এপ্রিল থেকে এসব দোকান বন্ধ ছিল। দোকানপাট বন্ধ থাকলেও উল্লাপাড়া পৌরসভার কাঁচা বাজার পুরোটাই খোলা ছিল।

[৪] সেখানে প্রতিদিন ব্যাপক জনসমাগম হচ্ছে। এখানে আসা লোকজন স্বাস্থ্য বিধি ও সামজিক দূরত্ব কোনটাই মানাছেন না। তবে উপজেলা প্রশাসন বাাজারে স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে সকল প্রয়াস চালিয়ে যাচ্ছে ।রয়েছে তাদের নজরদারি। অবশ্য এবারের লকডাউনে বেশি সংখ্যক মানুষকে মাস্ক ব্যবহার করতে দেখ যাচ্ছে।

[৫] এদিকে চলমান রোজা ও ঈদকে সামনে রেখে সাধারণ লোকজনের কেনাকাটার তাড়া রয়েছে। দোকানপাট খোলার পর রোববার উল্লাপাড়া পৌর মার্কেটের বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

[৬] বিশেষ করে কাপড় ও জুতার দোকানে বেশী ভিড় দেখা যায়। উল্লাপাড়া খাঁন প্লাজা মার্কেটে আসা ঝিকিড়া মহল্লার গৃহবধু জাকিয়া পারভীর জানান, অনেকদিন পর মার্কেটে এসেছি বাচ্চাদের কাপড় চোপড় কিনতে।

[৭] বাড়িতে এ কথদিন অনেকটা গৃহবন্দি ছিলাম। বাইরে এসে ভাল লাগছে। বেতবাড়ি গ্রামের আব্দুল আলীম জানালেন, আবার নতুন করে লকডাউনের আশংকায় ঈদের বাজার তিনি এখই সেরে ফেলতে চান।

[৮] তাই দোকানপাট খোলার খবর পেয়ে বাজারে এসেছেন। উল্লাপাড়া পৌর শহরের থানা রোডের গনেশ ভান্ডার নামের মনোহারী দোকান মালিক দুলাল সাহা জানান, লকডাউনের মধ্যেও সরকার দোকান খুলে দেওয়ায় ব্যবসায়ীরা খুশি। তারা অনেক সমস্যায় পড়েছিলেন। প্রথম দিনে ভাল বেচা-কেনা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়