শিরোনাম
◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি ◈ রাজধানীতে আবারও বাসে আগুন  ◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৯:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৬ এপ্রিল থেকে করোনার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে: স্বাস্থ্য অধিদপ্তর

মহসীন কবির: [২] পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম চলবে।

[৩] শনিবার (২৪ এপ্রিল) পর্যন্ত রাজধানীসহ সারা দেশে সর্বমোট ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন। যাদের মধ্যে পুরুষ ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন এবং নারী ২২ লাখ ২ হাজার ৫৭৪ জন।

[৪] দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন। যাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ জন এবং নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন। এখন পর্যন্ত উভয় ডোজের টিকা নেয়ার পর বিরূপ প্রতিক্রিয়ার রিপোর্ট করেছেন ৯৯০ জন।

[৫] এদিকে আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন,  মে মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের প্রায় ২১ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। ‘বেক্সিমকো আগামী মাসের প্রথম সপ্তাহে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দিচ্ছে। এ ছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের উৎপাদিত ১ লাখ টিকা পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়