আফরোজা সরকার: [২] রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেড হাউজে সদ্য ভূমিষ্ঠ জমজ শিশুর লাশ। গত দুদিন ধরে পড়ে আছে কেউ লাশ নিতে আসেনি। মৃত শিশু দুটির কে মা কে বাবা তা নিশ্চিত হতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশও জমজ দুটি শিশুর মৃতদেহ নিয়ে বিপাকে পড়েছে। রংপুর মহানগর কোতয়ালী থানার এস আই মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
[৩] পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল ভোর ৩টা ১৫ মিনিটে সদ্য ভূমিষ্ঠ দুটি জমজ শিশু গুরতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা, মোস্তফা অসুস্থ জমজ দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের হাসপাতালের ৯ নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি করে। জমজ শিশু দুটির বাবা বলে পরিচয় দেয় বাবু নামে এক ব্যাক্তি তার বাড়ি রংপুরের পীরগজ্ঞে বলে জানায়। হাসপাতালের ভর্তি রেজিষ্টারে শিশু দুটির বাবার নাম বাবু পিতা মানিক বাড়ি পীরগজ্ঞ উপজেলা জেলা রংপুর বলে উল্লেখ করা হয়েছে।
[৪] হাসপাতাল সূত্রে জানা গেছে, জমজ শিশু দুটি চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই দিন দুপুর ২টা ২০ মিনিটে মারা যায়। এরপর থেকে মৃত শিশু দুটির কোনো স্বজন না আসায় হাসপাতাল কর্তৃপক্ষ শিশু দুটিকে হাসপাতালের ডেড হাউজে রাখে। দুদিন ধরে শিশু দুটির কোনো স্বজন মরদেহ নিতে না আসায় বিষয়টি কোতয়ালী থানাকে জানানো হয়। খবর পেয়ে এস আই মামুনুর রমীদ হাসপাতালে এসে রেজিষ্টার দেখে শিশু দুটির স্বজনদের কোনো ঠিকানা বা মোবাইল নম্বর না পাওয়ায় তারাও হতাশ হয়ে পড়ে।
[৫] এ ব্যাপারে এস আই মামুনুর রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জমজ শিশুটি হাসপাতালের জরুরী বিভাগে যে নাম ঠিকানা দিয়েছে সেখানে গ্রামের নাম উল্লেখ করেনি। এমনকি কোন ফোন নম্বরও দেয়নি। ফলে বাবু নামে কাউকেই খুঁজে বের করা কোনভাবে সম্ভব নয়।
[৬] এস আই মামুন জানান, শিশুদুটির লাশ গতকাল শনিবার ময়না তদন্ত শেষে কোন অভিভাবক না পেয়ে আঞ্জুমান মফিুদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: হ্যাপি