শিরোনাম
◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৬:১৯ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবারের মতো আর্মেনীয় গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্র

আখিরুজ্জামান সোহান: [২] প্রথম বিশ্বযুদ্ধকালে অটোম্যান সাম্রাজ্যে বিপুল সংখ্যক আর্মেনীয় নাগরিক হত্যাকাণ্ডকে গণহত্যা বলে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শনিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই স্বীকৃতি দেন। শনিবার যুক্তরাষ্ট্রের দেওয়া এই স্পর্শকাতর ইস্যুতে ঘোষণা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। বিবিসি, আল জাজিরা, এনবিসি

[৩] প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৫ থেকে ১৯১৭ সালের মধ্যে অটোম্যান সাম্রাজ্যে প্রায় ১৫ লাখ আর্মেনীয় নাগরিক নিহত হয়।

[৪] শনিবার হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, ‘অটোমান সাম্রাজ্যের শাসনামলে আর্মেনীয় গণহত্যায় নিহত সকলকে আমরা স্মরণ করছি এবং এ ধরনের বর্বরতা পুনরায় ঘটা প্রতিরোধ করতে আমরা আবারও অঙ্গীকার করছি।’

[৫] প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্যে আর্মেনীয় নাগরিকদের মৃত্যুর কথা স্বীকার করে থাকে তুরস্ক। তবে বরাবরই তারা এই হত্যাকাণ্ড কাঠামোগতভাবে সংগঠিত হওয়া কিংবা গণহত্যার কথা অস্বীকার করে আসছে। দুই ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার মধ্যে আর্মেনীয় গণহত্যার স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্র।

[৬] বাইডেনের বিবৃতিতে প্রত্যাখ্যান করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, জনতোষণের ভিত্তিতেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘আমাদের অতীত নিয়ে কারো কাছ থেকে কিছুই শেখার নেই।’

[৭] শনিবার আর্মেনীয় গণহত্যা দিবস পালন করছে আর্মেনিয়া। দীর্ঘ দিন থেকেই দেশটি যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর কাছে এই হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। ২০১৯ সালে মার্কিন কংগ্রেসে আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দিয়ে একটি প্রতীকী প্রস্তাব পাশ হয়। কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়