শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১২:৩৬ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জগন্নাথপুরে শিক্ষককে হত্যা মামলার আসামী করায় গ্রামবাসীর প্রতিবাদ

সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের চাঞ্চল্যকর মাসুম হত্যা মামলায় শিক্ষক রুহুল আমিনকে আসামী করায় প্রতিবাদের ঝড় উঠেছে। এরই অংশ হিসেবে ২৪ এপ্রিল শনিবার গ্রামবাসীদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট শালিসি ব্যক্তি আলহাজ আলা উদ্দিন ভূইয়া, প্রবীণ আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন, শালিসি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাক, ইদ্রিছ উল্লাহ, শিক্ষক রুহুল আমিনের পিতা প্রবীণ মুরব্বি আতিক উল্লাহ, শালিসি ব্যক্তি তখদ্দুছ আলী, প্রবীণ মুরব্বি তাহির উল্লাহ, হাজী আসিম আলী, হাজী আবদুল জব্বার, স্থানীয় পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সমাজকর্মী মকবুল হোসেন ভূইয়া, রফিক উদ্দিন, আকমল হোসেন ভূইয়া প্রমূখ। এ সময় প্রবীণ মুরব্বি আবুল মিয়া, কদ্দুছ আলী, সমাজকর্মী দিলু মিয়া, ব্যবসায়ী নজরুল ইসলাম, মর্তুজ আলী, নানু মিয়া, আফরাজ মিয়া, আবদুস সালাম সহ স্থানীয় প্রতিবাদী জনতা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আমরাও মাসুম হত্যাকারীদের বিচার চাই। তবে এ হত্যাকাণ্ডের সাথে শিক্ষক রুহুল আমিন ও আরেক ব্যবসায়ী দুদু মিয়া কোন অবস্থায় জড়িত নন। অথচ তাদেরকে মামলার আসামী করে হয়রানী করা হচ্ছে। সেই সাথে প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্নাকেও বিভিন্ন ভাবে ফাসানোর অপচেষ্টা চলছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিরপরাধ ব্যক্তি শিক্ষক রুহুল আমিনকে উক্ত মামলা থেকে অব্যাহতি প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়