শিরোনাম
◈ লোহিত সাগরে মিশরকে কৌশলগতভাবে ঘিরে ফেলছে ইসরা‌য়েল? ◈ দি‌ল্লি শেখ হাসিনার রেকর্ড করা ভাষণ বাজাতে দিলো কেন?  ◈ গণভোট নিয়ে সরকারি প্রচারণার পরেও মানুষ কতটা বুঝতে পারছে?  ◈ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রথম ভিডিও বার্তা, যা বললেন ◈ বিশ্বকাপ বর্জন কর‌বে না পা‌কিস্তান, খেল‌বে না শুধু ভারতের বিরু‌দ্ধে! ◈ ভারত থেকে স‌্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক‌্যাপ ফেরালো অস্ট্রেলিয়া ◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ ◈ রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: শীর্ষে বগুড়া ও রাজশাহী ◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলেল শ্রদ্ধায় রানা প্লাজায় নিহতদের স্মরণ

সাভার প্রতিনিধি: [২] শনিবার (১৪ এপ্রিল) ইতিহাসর সবচয় বড় শিল্প দুর্ঘটনা সাভারর রানা প্লাজা ধসর ৮ বছর পূর্তি হয়ছ।

[৩] দিবসটি উপলক্ষে এদিন সকাল থেকেই ভবন ধসের নির্মিত অস্থায়ী বদীত ফুল দিয় শ্রদ্ধা নিবদন করছন পুলিশ, শ্রমিক ও নিহতদের পরিবারর সদস্যসহ বিভিন শ্রনী পেশার সাধারণ মানুষ।

[৪] সকাল থকই নানা কর্মসুচী পালন করছ রানা প্লাজার আহত ও নিহত শ্রমিকদর পরিবারর সদস্যরা। ওই সময় নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

[৫] এ ঘটনায় অভিযুক্তদের বিচার ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থাসহ বেশ কয়েকটি দাবি জানান তারা।

[৬] শ্রদ্ধা নিবেদন করতে এসে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘৭ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত রানা প্লাজার বিচারকাজ শেষ হয়নি। প্রতিশ্রুতি মতো দেয়া হয়নি শ্রমিকদের ক্ষতিপূরণ। রানা প্লাজার দুর্ঘটনায় অনেক শ্রমিকের জীবন অন্ধকারে চলে গেছে।

[৭]‘সরকার তাদের নামমাত্র ক্ষতিপূরণ দিলেও অনেক পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছে। তারা রানার ফাঁসিসহ ক্ষতিগ্রস্ত শ্রমিকের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানান।’ এদিন সকাল থেকেই রানা প্লাজার সামনে মোতায়েন করে রাখা হয়েছে অতিরিক্ত শিল্প পুলিশ।

[৮] সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনে প্রতিবাদ-প্রতিরোধ অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শ্রমিক সংগঠন, আহত শ্রমিক ও নিহত শ্রমিকের স্বজনরা। ২০১৩ সালের এই দিনে ‍সাভারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে। সরকারি হিসাব অনুযায়ী, ভবন ধসে মৃত্যু হয় ১ হাজার ১৩৬ জনের। গুরুতর আহত হয় আরও কয়েক হাজার মানুষ। তাদের অধিকাংশই শ্রমিক।

[৯] ওই ঘটনার পরদিনই সাভার থানায় একটি হত্যা মামলাসহ চারটি মামলা করা হয়। পাঁচ দিন পর বেনাপোল সীমান্ত থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি কারাগারেই আছেন।

[১০] তদন্ত শেষে হত্যা মামলায় সোহেল রানাসহ ৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়া হয়। তবে কোনো একটি মামলাতেও রায় আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়