শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে ২৫ টাকা প্রতিকেজি তরমুজ এখন ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রী হচ্ছে

আসাদুজ্জামান বাবুল : [২] রাতারাতি তরমুজের দাম কেজি প্রতি ৩৫/৪০ টাকা বেড়েছে। তবে, দাম কমেছে উস্তে, বেগুন, আলু, পেয়াজ, শষা, ঢেড়স, কুশিসহ আরো বেশ কিছু কাচা মালামালের। তবে. কোন কাচা মালামালেরই দাম বাড়েনি গ্রাম্য হাট-বাজারগুলোতে বরং কমেছে।

[৩] অপরিবর্তীতো রয়েছে চাল ও ভোজ্যতেলসহ অন্যান্য পন্যের। আজ শনিবার সকালে ও বিকেল ৩টার দিকে শহরের বড়বাজার, পাচুড়িয়া বাজার সরোজমিন ঘুরে পাওয়া গেছে এসব তথ্যে।

[৪] এদিকে, শহরের বেদগ্রাম, গোহাটা বটতলা, বাকচীবাড়ীর পাশে, মান্দারতলা, ঘোনাপাড়া মোড়, গোবরা মাদ্রাসার সামনে, নীলারমাঠ, পুরাতন মানিকদাহ লঞ্চঘাট, চরমানিকদাহ কাজীরবাজার, ও গেটপাড়াসহ শহরতলী আশপাশ এলাকার বিভিন্ন পাড়া-মহল্লার বাজারগুলো ঘুরে পাওয়া গেছে ভিন্ন চিত্র। তারা বলেছে, আমাদের এসব বাজারগুলোতে কোন পন্যেরই দাম বাড়েনি বরং পবিত্র রমজান ও লকডাউনের বিষয়টি বিবেচনায় রেখে অধিকাংশ পণ্যের দামই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এনে কমানো হয়েছে।

[৫] কিন্তু বড়বাজার দুটির কিছু অস্বাধু ব্যবসায়ীরা সিন্টিকেড তৈরী করে পবিত্র রমজান ও লকডাউন চলাকালীন সময়ে নিত্যপ্রয়োজনীয় মালামালের দাম বাড়িয়ে দিয়েছে। প্রতিকেজি তরমুজের দাম ৩৫ থেকে ৪০ টাকা বেড়েছে। বিক্রেতারা প্রতিকেজি তরমুজ ২৫ টাকার স্থলে এখন ৫০/৬০ টাকা কেজি দরে বিক্রী করছে।

[৬] বাজারে সরোজমিন পরিদশনকালে অভিযোগ করে ক্রেতারা বলেছেন, একজন দরিদ্র মানুষ পুর্বের দাম অনুযায়ী বাড়ী থেকে টাকা নিয়ে বাজারে গিয়ে জানতে পারলেন রাতারাতি প্রতিকেজি তরমুজের দাম প্রতি কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা বেড়েছে। কিছু অস্বাধু ব্যবসায়ীরা সিন্টিকেট তৈরি করে পবিত্র রমজান ও লকডাউনকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় মালামালের দাম বাড়িয়ে দিয়েছে।

[৭] স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযোগকারীরা বলেন, একদিন আগে যে তরমুজ ২৫ টাকা কেজি দরে বিক্রী হয়েছে সেই প্রতিকেজি তরমুজ এখন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়