শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে ছুটির দিনেও বাজার মনিটরিং

স্বপন দেব : [২] জেলা প্রশাসক, মৌলভীবাজার এর সার্বিক নির্দেশনায় বাজার মনিটরিং কমিটি কর্তৃক শনিবার (২৪ এপ্রিল) মৌলভীবাজার জেলার সদর উপজেলার সিলেট রোড, কুসুমবাগ, কুদরত উল্ল্যা রোড, পশ্চিমবাজার, টিসি মার্কেট, চৌমুহনাসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, শাকসবজির পাইকারি আড়ত, মাছের বাজার, মুরগির বাজার, গরু ও খাসির মাংসের বাজার, ফলের বাজার, ডিমের বাজার, চাউলের পাইকারি বাজার এবং অন্যান্য দোকানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

[৩] উক্ত তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো আল-আমিন, জেলা বাজার অনুসন্ধানকারী আজবাহার মুন্সি, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, মৌলভীবাজার ক্যাব কমিটির সভাপতি এডভোকেট আবু তাহের, বাংলাদেশ ক্ষুদ্র ও কটির শিল্প সমিতি মৌলভীবাজারের সভাপতি বকসী ইকবাল আহমদসহ বাজার কমিটির সদস্যবৃন্দ এবং সহযোগিতা করেন আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স।

[৪] তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, মৌসুমী ফল তরমুজ অতিরিক্ত দামে বিক্রয় করাসহ বিভিন্ন অনিময়ের দায়ে সিলেট রোডে মেসার্স খাজা সবজি ভান্ডাকে ১ হাজার টাকা, কুদরত উল্ল্যা রোডে অবস্থিত আলী ফার্মেসীকে ২ হাজার টাকা, কোর্ট রোডে অবস্থিত মায়ের দোয়া ফল ভান্ডাকে ২ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত মদিনা ফল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

[৫] জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো আল-আমিন এর নেতৃত্বে আজকেরঅভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, বিভিন্ন প্রকারের মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকানগুলোর ক্রয় ভাউচার বিক্রয় মূল্যের সাথে মিলিয়ে দেখা হয়।

[৬] বিক্রেতার কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহসহ উক্ত নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম মূল্য তালিকায় লিখে দোকানের সম্মুখে ক্রেতা সাধারণের সুবিধার্থে প্রর্দশন করার জন্য উক্ত প্রতিষ্ঠানের মালিকদের নির্দেশনা দেওয়া হয়।

[৭] আজকের তদারকি কার্যক্রমে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধসহ মাস্ক বিতরণ করা হয়। ন্যায্য মূল্যে ভোগ্য পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই লক্ষ্যে বাজার মনিটরিং কমিটি কর্তৃক প্রতিনিয়ত বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়