শিরোনাম
◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোকানপাট ও গাড়ি চালু হলে স্বাস্থ্যবিধি মানতে হবে, সতর্ক না হলে আগের অবস্থা ফিরে আসবে: ডা. মুশতাক হোসেন

মিনহাজুল আবেদীন: [২] শনিবার নিউজ ২৪ টিভির টকশো অনুষ্ঠানে আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, বর্তমানে সংক্রমণের হার কমছে। ধীরে ধীরে মৃত্যুর সংখ্যাও কমে আসছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সবাইকে চলতে হবে।

[৩] তিনি বলেন, বাস চালু করা হলেও নির্দিষ্ট স্টপেজ ব্যতিত যত্রতত্র লোক তোলা বন্ধ করতে হবে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। প্রতিষ্ঠানগুলোর বিশেষ ঝুঁকি বিবেচনা করে সেটি মোকাবেলার চেষ্টা করতে হবে।

[৪] বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, শুধুমাত্র বেঁচে থাকার জন্যই অনুমতি সাপেক্ষে যথাযত স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে সব দোকানপাট খোলা হবে। এতে ২-৩ মাস চলতে পারবে।

[৫] তিনি বলেন, আমরা কঠিন সময় পার করছি, প্রত্যেকের অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দোকানদারদের স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে কোনও ত্রুটি নেই। বাথরুমে সাবান এবং সর্বদা হ্যান্ডস্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। তবে ক্রেতাদের নিজেদের জায়গা থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৬] দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন বলেন, এই মহামারি একদিনে যাবে না। সবাইকে এটা মেনে নিয়ে জীবন ও জীবিকা চালাতে হবে। টিভি ও প্রিন্ট মিডিয়াগুলোতে প্রচার করতে হবে। যেন কাজ ছাড়া কোনও ব্যক্তি ঘরের বাইরে বের না হয়।

[৭] তিনি বলেন, দোকান বন্ধ করে তাড়াহুড়ো করে বের না হয়ে, একঘণ্টা আগে বের হওয়া উচিত। ব্যবসায়ীদের সুযোগ দেয়া হলে বাংলাদেশের অর্থনীতি গতিশীল হবে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়