শিরোনাম
◈ দ্রুত পোস্টাল ভোট পাঠাতে ইসির অনুরোধ, সময়সীমা বিকেল সাড়ে ৪টা ◈ জামায়াত নেতার বক্তব্যকে অপকৌশল আখ্যা, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ নাকচ বিএনপির ◈ বেতন বাড়লেও কমেনি দুর্নীতি: সিভিল সার্ভিস সংস্কারের বহু উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থতা ◈ শেখ হাসিনা যা বলেননি, কোন দুঃখও প্রকাশ করেননি! ◈ কান্না থামছে না ভাইরাল কাকলি ফার্নিচারের মালিকের, কেন দেউলিয়া হলেন? ◈ নির্বাচনে এনসিপির শীর্ষ নেতাদের প্রতিপক্ষ কারা, জিতার সম্ভাবনা কতটুকু? ◈ ঢাকার যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ র‍্যাম্প (ভিডিও) ◈ এবার ভারতকে যে বড় দুঃসংবাদ দিলো ইউরোপীয় ইউনিয়ন ◈ ১২ ফেব্রুয়া‌রির নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কীভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে? ◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোকানপাট ও গাড়ি চালু হলে স্বাস্থ্যবিধি মানতে হবে, সতর্ক না হলে আগের অবস্থা ফিরে আসবে: ডা. মুশতাক হোসেন

মিনহাজুল আবেদীন: [২] শনিবার নিউজ ২৪ টিভির টকশো অনুষ্ঠানে আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, বর্তমানে সংক্রমণের হার কমছে। ধীরে ধীরে মৃত্যুর সংখ্যাও কমে আসছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সবাইকে চলতে হবে।

[৩] তিনি বলেন, বাস চালু করা হলেও নির্দিষ্ট স্টপেজ ব্যতিত যত্রতত্র লোক তোলা বন্ধ করতে হবে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। প্রতিষ্ঠানগুলোর বিশেষ ঝুঁকি বিবেচনা করে সেটি মোকাবেলার চেষ্টা করতে হবে।

[৪] বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, শুধুমাত্র বেঁচে থাকার জন্যই অনুমতি সাপেক্ষে যথাযত স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে সব দোকানপাট খোলা হবে। এতে ২-৩ মাস চলতে পারবে।

[৫] তিনি বলেন, আমরা কঠিন সময় পার করছি, প্রত্যেকের অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দোকানদারদের স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে কোনও ত্রুটি নেই। বাথরুমে সাবান এবং সর্বদা হ্যান্ডস্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। তবে ক্রেতাদের নিজেদের জায়গা থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৬] দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন বলেন, এই মহামারি একদিনে যাবে না। সবাইকে এটা মেনে নিয়ে জীবন ও জীবিকা চালাতে হবে। টিভি ও প্রিন্ট মিডিয়াগুলোতে প্রচার করতে হবে। যেন কাজ ছাড়া কোনও ব্যক্তি ঘরের বাইরে বের না হয়।

[৭] তিনি বলেন, দোকান বন্ধ করে তাড়াহুড়ো করে বের না হয়ে, একঘণ্টা আগে বের হওয়া উচিত। ব্যবসায়ীদের সুযোগ দেয়া হলে বাংলাদেশের অর্থনীতি গতিশীল হবে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়