শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ১০:১৭ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংবাদপত্র করা যেনো মেজবানি, মেহমানদারি, অতিথি আপ্যায়ন

নাঈমুল ইসলাম খান: [২] সংবাদপত্র করার কাজটিকে অনেকটা মেহমানদারির অনুরূপ মনে হয়।

[৩] অতিথি আপ্যায়নে আমরা রুটিন পরিহার করে বিশিষ্টতায় আগ্রহী হই।

[৪] অতিথি আপ্যায়নের দিনে আমরা ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি করে গোছাই।

[৫] খাবার তৈরিতে বিশেষ বিশেষ পছন্দের কয়েকটি আইটেম তৈরি করার চেষ্টা করি।

[৬] খাবার পরিবেশনের জন্য ঘরের সেরা থালা-বাটিগুলো বের করে ব্যবহার করি।

[৭] বাটিতে কিংবা পাতে পরিবেশন করি সুচারুভাবে, রুচিশীলভাবে।

[৮] নিজের তৈরি সেরা আইটেম বিশেষ করে, দৃষ্টিনন্দন ও চোখে পড়ার মতো করে উপস্থাপন করি। সহজভাবে খেতে পারা অর্থাৎ আরামে গ্রহণ করতে পারবে তেমনটা লক্ষ্য রাখি।

[৯] অতিথি আপ্যায়নের সময় আমরা প্রধানত পরস্পরের ভালো খবর, সাফল্য ইত্যাদি নিয়ে কথা বলি। পারস্পরিক শোক-দুঃখ, কষ্টের কথাও বাদ যায় না।

[১০] সচরাচর পরনিন্দা এড়িয়ে যাওয়ারই চেষ্টা করা হয়। তবে মাঝে মধ্যে পরচর্চা চলে আসে বটে।

[১১] নিজ বাড়িতে হলেও, পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক-আশাক পরিধানও মেহমানদারি বা অতিথি আপ্যায়নের একটি প্রতিষ্ঠিত চর্চা।

[১২] মেহমানের সঙ্গে মর্যাদাপূর্ণভাবে পরিশীলিত ভাষায় মার্জিত ও সৌহার্দ্যপূর্ণ আচরণের চেষ্টা করি।

[১৩] সব মিলিয়ে অতিথি আপ্যায়নের সময়টায় পুরো পরিবার সমষ্টিগত ও সমুন্নতভাবে উপস্থাপিত হই এবং আপ্যায়নের ক্ষেত্রেও অত্যন্ত গোছানো থাকি।

[১৪] বিশেষ করে অতিথি আপ্যায়নের সময় আমরা কথা, আচরণ সব কিছুতেই ত্রুটিমুক্ত থাকতে সর্বোচ্চ সচেষ্ট থাকি।

[১৫] অতিথির সঙ্গে কাটানো সময়টা আমরা অনবদ্য জমজমাট ও আকর্ষণীয় করে রাখার জন্য সর্ব রকমের প্রয়াসি হই। অতিথির সঙ্গে কাটানো সময়টায় পরিবেশটাকে অনবদ্য জমজমাট ও আকর্ষণীয় করে রাখার জন্য সর্ব রকমে প্রয়াসি থাকি আমরা।

[১৬] দাওয়াতে/আপ্যায়নের ক্ষেত্রে যেমন মেহমান, সংবাদপত্রের বেলায় সেটি গ্রাহক/পাঠক। সংবাদপত্র বানায় যারা, তারা মেজবান। সংবাদপত্র হচ্ছে দৈনিক মেজবানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়