শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০২:০৫ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৫০হাজার ইয়াবাসহ আটক -৩

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ জেলেঘাট এলাকা থেকে ৫০হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

[৩] শুক্রবার সকালে সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া জেলেঘাট থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন,শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মৃত মতলবের ছেলে মোঃ ইসহাক (৩৫),একই এলাকার মোঃ সিরাজুল হকের ছেলে মোঃ ইয়াসিন (২০) ও মৃত শরীফের ছেলে মোঃ আবু বক্কর ছিদ্দিক (২০)।

[৪] শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া জেলেঘাট এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান পাচার হবে।এমন তথ্যে সাবরাং বিওপি একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় কৌশলে অবস্থান নেয়।আনুমানিক সকাল ৬টার দিকে তিনজন চোরাকারবারিকে নাফনদী পার হয়ে নদীর কিনারা উঠতে দেখে বিজিবি টহলদলের সন্দেহ হওয়ায় তাদের চ্যালেঞ্জ করে।চোরাকারবারিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতদের দেহ তল্লাশি করে কোমড়ের সাথে অভিনব পদ্ধতিতে বাঁধা অবস্থায় পলিথিন মোড়ানো তিনটি বড় প্যাকেট উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো জানান,প্যাকেটগুলো খুলে গণনা করে দেড় কোটি টাকার মূল্য মানের৫০হাজার ইয়াবা পাওয়া যায়।উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃতদের মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়