শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০২:০৫ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৫০হাজার ইয়াবাসহ আটক -৩

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ জেলেঘাট এলাকা থেকে ৫০হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

[৩] শুক্রবার সকালে সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া জেলেঘাট থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন,শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মৃত মতলবের ছেলে মোঃ ইসহাক (৩৫),একই এলাকার মোঃ সিরাজুল হকের ছেলে মোঃ ইয়াসিন (২০) ও মৃত শরীফের ছেলে মোঃ আবু বক্কর ছিদ্দিক (২০)।

[৪] শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া জেলেঘাট এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান পাচার হবে।এমন তথ্যে সাবরাং বিওপি একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় কৌশলে অবস্থান নেয়।আনুমানিক সকাল ৬টার দিকে তিনজন চোরাকারবারিকে নাফনদী পার হয়ে নদীর কিনারা উঠতে দেখে বিজিবি টহলদলের সন্দেহ হওয়ায় তাদের চ্যালেঞ্জ করে।চোরাকারবারিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতদের দেহ তল্লাশি করে কোমড়ের সাথে অভিনব পদ্ধতিতে বাঁধা অবস্থায় পলিথিন মোড়ানো তিনটি বড় প্যাকেট উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো জানান,প্যাকেটগুলো খুলে গণনা করে দেড় কোটি টাকার মূল্য মানের৫০হাজার ইয়াবা পাওয়া যায়।উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃতদের মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়