শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০১:১৯ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাপ সামলাতে জার্মানি থেকে বিমানে অক্সিজেন প্ল্যান্ট উড়িয়ে আনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় অনন্য নজির গড়তে যাচ্ছে ভারত। দেশটি জার্মানি থেকে আকাশপথে মোবাইল অক্সিজেন প্ল্যান্ট উড়িয়ে আনছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জার্মানি থেকে ২৩টি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট বিমানে করে বয়ে নিয়ে আসবেন ভারতীয় বিমানবাহিনীর পাইলটরা। এসব প্ল্যান্টের প্রতিটিতে মিনিটে ৪০ লিটার অক্সিজেন তৈরি হবে। আর ঘণ্টায় প্ল্যান্টে ২ হাজার ৪০০ লিটার অক্সিজেন উৎপাদন করা যাবে।

মহামারির দ্বিতীয় ঢেউ বেশ জোর নিয়েই নাড়া দিচ্ছে ভারতকে। রাজ্যে-রাজ্যে দেখা দিচ্ছে অক্সিজেনের জন্য হাহাকার। দেশটিতে সংক্রমণ এত দ্রুত আর মারাত্মকভাবে ছড়াচ্ছে যে, হাসপাতালগুলোতে অক্সিজেনের মজুদ শেষ হয়ে আসছে।

করোনা আক্রান্তদের মৃত্যুর হারও বেড়েছে। দেশটিতে প্রতিদিন তিন লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। দিন যত যাচ্ছে অক্সিজেনের হাহাকারও বাড়ছে। দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতেই জার্মানি থেকে অত্যাধুনিক এসব অক্সিজেন প্ল্যান্ট আনা হবে।

ভারতে করোনার সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। মারা গেছেন ২ হাজার ২৬৩ জনের।

এ পর্যন্ত ভারতে ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯২০। বর্তমানে দেশটিতে ২৪ লাখ ২৮ হাজার ৬১৬ জন করোনা বয়ে বেড়াচ্ছেন।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ও রাজ্যগুলো। ভারতে করোনার দ্বিতীয় ধাক্কায় তরুণ-তরুণীরাও বেশি সংখ্যায় সংক্রমিত হচ্ছেন। এ ধাক্কায় দেখা যাচ্ছে আক্রান্তদের ৬০ ভাগেরই বয়সই ৪৫ বছরের কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়