সুমাইয়া ঐশী: [২] গত বৃহস্পতিবার থেকে ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ। দেশটিতে প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ধাক্কা প্রায় দ্বিগুণ ভয়াবহ। এই সময়ের মধ্যে দেশটিতে করোনার নতুন একটি ধরণ শনাক্ত হয়েছে, যা অন্য দুটি স্ট্রেইনের সমন্বয়ে গঠিত। এই স্ট্রেইন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বিবিসি, স্কাই নিউজ, নিউজ১৮
[৩] ব্রিটেনের ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের এই নতুন ধরণ সম্পর্কে এখনও পর্যাপ্ত তথ্য তাদের হাতে আসেনি। তাছাড়া এ সম্পর্কিত তথ্যও ভারতে অসম্পূর্ণ। নতুন স্ট্রেইনের এই ভাইরাস ভারত থেকে ২৯৮টি এবং বিশ্বব্যাপী ৬৫৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এটি গবেষণার জন্য যথেষ্ট নয়। তাই এই ভাইরাসের প্রকৃতি নিয়ে খুব কমই জানা গেছে।
[৪] বিশেষজ্ঞরা বলেন, যেহেতু করোনার নতুন এই স্ট্রেইন নিয়ে আমাদের কাছে তথ্য কম, তাই এটিই ভারতের দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এমনটা হওয়ার সম্ভাবনাই বেশি। পাশাপাশি ভারতের এই পরিস্থিতির জন্য সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে স্বাস্থ্যবিধি না মানা এবং গণজমায়েত।
[৫] শুরু থেকে ধারণা করা হচ্ছে, নতুন এই স্ট্রেইনের কারণে ভারতে খুব দ্রুত ছড়াচ্ছে করোনা। এই স্ট্রেইন অন্য সবগুলোর তুলনায় অনেক দ্রুত সংক্রমণ ছড়ায় এবং এর বিরুদ্ধে বর্তমানের কোনও ভ্যাকসিন কাজ করবে না বলেও শোনা যাচ্ছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল