শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় এবার ১১৮ বিঘা জমিতে বেগুনের চাষ করেছেন কৃষকরা

আবু নাসের হুসাইন: দেশের সবজির ঘাটতি পূরণে ফরিদপুরের সালথা উপজেলার আটটি ইউনিয়নে এবার ১১৮ বিঘা জমিতে বেগুনের চাষ করেছেন কৃষকরা। বেগুনের দাম ভাল পাওয়ায় চাষীদের মূখে হাসি ফুটে উঠেছে। অন্যান্য ফসেলে চেয়ে বেগুন চাষে লাভবান হচ্ছেন কৃষকেরা।

উপজেলার কয়েকজন বেগুন চাষী জানান, বায়ান্ন শতাংশের প্রতিবিঘা জমিতে ২০ হাজার টাকা খরচ করে বেগুন চাষ করলে ৮০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পাওয়া যায়। তাই পাট চাষের পরিবর্তে এবার বেগুন চাষে ঝুঁকছেন কৃষকরা। এই বেগুন দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছে বলে কয়েকজন বেগুন চাষী জানিয়েছেন।

যদুনন্দী ইউনিয়নের উথুলী গ্রামের বেগুন চাষী সোহরাফ হোসেন ও আঃ হালিম বলেন, অন্যান্য ফসলের চেয়ে বেগুন চাষে লাভ বেশি। তাই এবছর পাটের আবাদ বাদ দিয়ে বেগুনের আবাদ করেছি। রমজানের শুরুতে প্রতিমন বেগুন বিক্রি করেছি এক হাজার থেকে বারো শত টাকা। বর্তমানে বিক্রি করছি আটশত টাকা থেকে এক হাজার টাকা প্রতিমন। এবিঘা জমিতে বেগুন চাষে খরচ হয় ২০ থেকে ২২ হাজার টাকা। বেগুন ভাল হলে পাইকারী বিক্রি করে পাওয়া যায় ৮০ হাজার থেকে এক লাখ টাকার মতো।

উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস বলেন, এবার উপজেলার আটটি ইউনিযনে ২৫ হেক্টর জমিতে বেগুনের চাষ করা হয়েছে। বেগুন চাষীদের সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে। বেগুন চাষে লাভবান হওয়ায় আগামীতে বেগুন চাষ আরো বাড়তে পারে।#

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়