শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় এবার ১১৮ বিঘা জমিতে বেগুনের চাষ করেছেন কৃষকরা

আবু নাসের হুসাইন: দেশের সবজির ঘাটতি পূরণে ফরিদপুরের সালথা উপজেলার আটটি ইউনিয়নে এবার ১১৮ বিঘা জমিতে বেগুনের চাষ করেছেন কৃষকরা। বেগুনের দাম ভাল পাওয়ায় চাষীদের মূখে হাসি ফুটে উঠেছে। অন্যান্য ফসেলে চেয়ে বেগুন চাষে লাভবান হচ্ছেন কৃষকেরা।

উপজেলার কয়েকজন বেগুন চাষী জানান, বায়ান্ন শতাংশের প্রতিবিঘা জমিতে ২০ হাজার টাকা খরচ করে বেগুন চাষ করলে ৮০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পাওয়া যায়। তাই পাট চাষের পরিবর্তে এবার বেগুন চাষে ঝুঁকছেন কৃষকরা। এই বেগুন দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছে বলে কয়েকজন বেগুন চাষী জানিয়েছেন।

যদুনন্দী ইউনিয়নের উথুলী গ্রামের বেগুন চাষী সোহরাফ হোসেন ও আঃ হালিম বলেন, অন্যান্য ফসলের চেয়ে বেগুন চাষে লাভ বেশি। তাই এবছর পাটের আবাদ বাদ দিয়ে বেগুনের আবাদ করেছি। রমজানের শুরুতে প্রতিমন বেগুন বিক্রি করেছি এক হাজার থেকে বারো শত টাকা। বর্তমানে বিক্রি করছি আটশত টাকা থেকে এক হাজার টাকা প্রতিমন। এবিঘা জমিতে বেগুন চাষে খরচ হয় ২০ থেকে ২২ হাজার টাকা। বেগুন ভাল হলে পাইকারী বিক্রি করে পাওয়া যায় ৮০ হাজার থেকে এক লাখ টাকার মতো।

উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস বলেন, এবার উপজেলার আটটি ইউনিযনে ২৫ হেক্টর জমিতে বেগুনের চাষ করা হয়েছে। বেগুন চাষীদের সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে। বেগুন চাষে লাভবান হওয়ায় আগামীতে বেগুন চাষ আরো বাড়তে পারে।#

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়