শিরোনাম
◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় এবার ১১৮ বিঘা জমিতে বেগুনের চাষ করেছেন কৃষকরা

আবু নাসের হুসাইন: দেশের সবজির ঘাটতি পূরণে ফরিদপুরের সালথা উপজেলার আটটি ইউনিয়নে এবার ১১৮ বিঘা জমিতে বেগুনের চাষ করেছেন কৃষকরা। বেগুনের দাম ভাল পাওয়ায় চাষীদের মূখে হাসি ফুটে উঠেছে। অন্যান্য ফসেলে চেয়ে বেগুন চাষে লাভবান হচ্ছেন কৃষকেরা।

উপজেলার কয়েকজন বেগুন চাষী জানান, বায়ান্ন শতাংশের প্রতিবিঘা জমিতে ২০ হাজার টাকা খরচ করে বেগুন চাষ করলে ৮০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পাওয়া যায়। তাই পাট চাষের পরিবর্তে এবার বেগুন চাষে ঝুঁকছেন কৃষকরা। এই বেগুন দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছে বলে কয়েকজন বেগুন চাষী জানিয়েছেন।

যদুনন্দী ইউনিয়নের উথুলী গ্রামের বেগুন চাষী সোহরাফ হোসেন ও আঃ হালিম বলেন, অন্যান্য ফসলের চেয়ে বেগুন চাষে লাভ বেশি। তাই এবছর পাটের আবাদ বাদ দিয়ে বেগুনের আবাদ করেছি। রমজানের শুরুতে প্রতিমন বেগুন বিক্রি করেছি এক হাজার থেকে বারো শত টাকা। বর্তমানে বিক্রি করছি আটশত টাকা থেকে এক হাজার টাকা প্রতিমন। এবিঘা জমিতে বেগুন চাষে খরচ হয় ২০ থেকে ২২ হাজার টাকা। বেগুন ভাল হলে পাইকারী বিক্রি করে পাওয়া যায় ৮০ হাজার থেকে এক লাখ টাকার মতো।

উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস বলেন, এবার উপজেলার আটটি ইউনিযনে ২৫ হেক্টর জমিতে বেগুনের চাষ করা হয়েছে। বেগুন চাষীদের সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে। বেগুন চাষে লাভবান হওয়ায় আগামীতে বেগুন চাষ আরো বাড়তে পারে।#

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়