শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রিয় চুক্তিতে ১৭ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২১-২২ মৌসুমের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে শুক্রবার। আগের মৌসুমে ২০ জন থাকলেও এবার চুক্তিতে রাখা হয়েছে ১৭ জনকে। এই চুক্তিতে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার ট্রাভিস হেড ও ম্যাথু ওয়েডের। সেই সঙ্গে চুক্তি থেকে বাদ পড়েছেন জো বার্নস, মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিস।

[৩] ইনজুরির কারণে এই চুক্তিতে বিবেচনা করা হয়নি তরুণ ব্যাটসম্যান উইল পুকোভস্কিকে। ফিট থাকলে আগামী গ্রীষ্মে অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকে নিয়মিতই ওপেনিং করতে দেখা যাবে তাকে। এই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় সবচেয়ে বড় চমক ক্যামেরন গ্রিন। এই অলরাউন্ডার ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে ব্যাট হাতে ২৩৬ রান সংগ্রহ করেছিলেন।

[৪] চুক্তিতে থাকা ক্রিকেটারদের বিভিন্ন মানদণ্ড অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। অজি ক্রিকেটারদের সর্বনিম্ন পারিশ্রমিক ধরা হয়েছে ৩ লাখ ডলার। আর এই ক্রিকেটারদের গড় পারিশ্রমিক ৮ লাখ ডলারের কিছু বেশি।

[৫] ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা : অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, জেমস প্যাটিনসন, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা। ক্রিকফ্রেন্জি-

  • সর্বশেষ
  • জনপ্রিয়