শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩২ হাজার সংক্রমণ [২]দৈনিক মৃত্যুর সংখ্যা প্রায় ২ হাজার ৩০০

সুমাইয়া ঐশী: [৩] গত বৃহস্পতিবার ভারতে প্রথম দৈনিক করোনা সংক্রমণ ৩ লাখের গণ্ডি পার করেছে। ঐ দিন ৩ লাখ ১৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়। শুক্রবার গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। এদিন করোনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ২৬৩ জন। এনডিটিভি

[৪] এনিয়ে দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা ছাড়ালো ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টার হিসাবসহ ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা এখন দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯২০ জনে। আনন্দবাজার

[৫] এদিকে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে আশঙ্কাজনকভাবে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ৩৭ হাজার ১৮৮ জন। বর্তমানে ভারতে মোট করোনা সক্রিয় রোগী আছেন ২৪ লাখ ২৮ হাজার ৬১৬ জন। গত বছর দেশটিতে করোনার প্রথম ঢেউয়ে সর্বোচ্চ সক্রিয় রোগীর সংখ্যার চেয়েও এই সংখ্যা প্রায় দ্বিগুণ। ইন্ডিয়া টুডে

[৬] পাশাপাশি ভারতে ভ্যাকসিনেশনও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে টিকা দেওয়া হয়েছে ৩১ লাখ ৪৭ হাজার ৭৭৬ জনকে। এনিয়ে দেশটিতে এপর্যন্ত মোট টিকা নিয়েছেন ১৩ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার ৪২০ জন। ইকোনমিক টাইমস

[৭] করোনা রোগীর সংখ্যা দ্রুত বাড়ায় ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেন ও শয্যা নিয়ে সংকটাপন্ন রোগীরা। এনিয়ে একটি সুনির্দিষ্ট জাতীয় পরিকল্পনা তৈরির জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিমকোর্ট। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়