শিরোনাম
◈ হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয় ◈ বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার কড়া হুঁশিয়ারি ◈ এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০১:০৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ৩ সপ্তাহ পর কোভিডমুক্ত হলেন নায়ক রিয়াজ

ইমরুল শাহেদ: মরণঘাতি কোভিডের সঙ্গে তিন সপ্তাহ অনিশ্চিত সময় পার করার পর অবশেষে কোভিডমুক্ত হয়েছেন রিয়াজ। বৃহস্পতিবার রাতে নিজের কোভিডমুক্ত হওয়া নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ২১ দিন পর করোনা নেগেটিভ হলাম আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া।’ স্ত্রী তিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ধন্যবাদ তিনা, গভীর মমতা নিয়ে পাশে থাকার জন্য।

আমার ছোট্ট মেয়েটা, আমার বুকে ঝাপ দিতে না পেরে, সারাক্ষণ আল্লাহকে বলেছে তার বাবাকে সুস্থ করে দিতে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিবারের সদস্য যারা নিয়মিত খোঁজ নিয়েছেন, খাবার পাঠিয়েছেন, দোয়া করেছেন। প্রিয় ভক্ত, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ভাই আপনাদের সবার ভালোবাসার কাছে আবারও ঋণী হয়ে রইলাম।’

সবাইকে করোনা থেকে সাবধান থাকার পরামর্শ দিয়ে রিয়াজ আরও লিখেছেন, ‘সকল আক্রান্ত মানুষ দ্রুত আরোগ্য লাভ করুক, স্বজনহারা পরিবারকে সমবেদনা। করুণাময়, এই ভাইরাস থেকে মানবজাতি দ্রুত মুক্তি পাক, এই কামনা।’ জানা গেছে, গত ২৮ মার্চ নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন অভিনেতা। পরে গত ২৯ মার্চ রিয়াজের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। কিছু দিন পর তিনি আবারও কোভিড পরীক্ষা করান। দ্বিতীয়বারও তার পজিটিভ আসে। এবার এসেছে নেগেটিভ। প্রসঙ্গত, রিয়াজ বঙ্গবন্ধুর বায়োপিকে তাজউদ্দিন আহমদের চরিত্রে অভিনয় করছেন। এপ্রিলের শুরুতে তার মুম্বাই যাওয়ার কথা ছিল এ সিনেমার শুটিং করতে। তার আগে নিয়মমাফিক করোনা টেস্ট করাতে গেলে গত ২ এপ্রিল ফলাফল আসে, কোভিড পজিটিভ। তারপর থেকে নিজ বাসাতেই আইসোলেটেড থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন রিয়াজ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়