শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে রোহিঙ্গা দুষ্কৃতকারীর গুলিতে নিহত ১, আহত ১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের দমদমিয়া ন্যাচার পার্ক সংলগ্ন এলাকায় রোহিঙ্গা দুষ্কৃতকারীর গুলিতে মো.হোসেন (২২)নামে এক যুবক নিহত হয়েছেন।এসময় এক কিশোর গুরুতর আহত হয়।

[৩] বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ২৭নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ন্যাচার পার্ক উত্তর দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] নিহত মো.হোসেন প্রকাশ মাহাসন(২২) হ্নীলা ইউপি জাদিমোড়া এলাকার বাচা মিয়ার ছেলে।আহত হলেন,জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মুজিবুল্লার ছেলে মোহাম্মদ আয়াজ(১৫)।

[৫] স্থানীয়রা জানান, রোহিঙ্গা ডাকাত কর্তৃক অপহরনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।প্রতিবাদ করায় এলোপাতাড়ি গুলি করলে রোহিঙ্গা আয়াজ ও জাদিমুড়া স্থানীয় মোহাম্মদ হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।তাদের উদ্ধার করে উপজেলা স্থাস্থ কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়া পথে মোহাম্মদ হোসেন নিহত হয়।

[৬] এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক। তিনি বলেন রাতে জাদিমোড়া ২৭নম্বর শরণার্থী ক্যাম্পের সি বল্কের সিআইসি অফিসের পশ্চিমে ন্যাচার পার্ক এলাকায় রোহিঙ্গা অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা অতর্কিতভাবে এলোপাতাড়ি গুলি ছুড়ে এতে রোহিঙ্গা আয়াস ও স্থানীয় সিএনজি চালক মোহাম্মদ হোসেন প্রকাশ মাহাসন দুইজন গুরুতর আহত হয়। খবর পেয়ে জাদিমুড়া ক্যাম্পের এপিবিএন পুলিশের একটিদল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সে সময় পথিমধ্যে মোঃ হোসেনের মৃত্যু হয়।

[৬] তিনি আরো বলেন, ঘটনা প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়