শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:২৮ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটার হরভজন সিংকে নিয়ে সন্দেহ করতেন স্ত্রী গীতা বসরা

স্পোর্টস ডেস্ক : [২] কলকাতা নাইট রাইডার্সের বর্তমান ও ভারতীয় জাতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংকে সন্দেহ করতেন তিনি। এমনই দাবি করেছেন, এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী ও স্বয়ং ক্রিকেটারের স্ত্রী গীতা বসরা।

[৩] সম্প্রতি নিজের দেওয়া একটি সাক্ষাৎকারে হরভজনকে নিয়ে থাকা তার পুরনো সন্দেহের কথা খোলাখুলি ভাবে জানিয়েছেন গীতা। শুধু হরভজন নয়, একই সঙ্গে গীতা জানিয়েছেন, প্রেম-সম্পর্ক-বিয়ে ইত্যাদি সমস্ত কিছু নিয়েই তিনি অনিশ্চয়তায় ভুগতেন। সেই অনিশ্চয়তার কথাও খোলসা করে বলেছেন গীতা।

[৪] গীতা জানিয়েছেন যে কোন ডেটিং সাইট থেকে তৈরি হওয়া সম্পর্ক কী ভাবে একজন মহিলার কেরিয়ার শেষ করে দিতে পারে সে সম্পর্কে ধারণা ছিল তার। আমি যে সময়ে অভিনয় করেছি, সেই সময়, কারও সঙ্গে জড়িয়ে পড়ার বিষয়টি মুম্বাইয়ের সিনেমাজগতে খুব বড় একটা ব্যাপার ছিল। আমি চোখের সামনে দেখেছিলাম, কী ভাবে এক বড় অভিনেত্রীকে বিয়ে করার জন্য এক প্রযোজক তার সিনেমা থেকে সরিয়ে দেন। ওই অভিনেত্রী ভবিষ্যতে গর্ভবতী হয়ে পড়তে পারেন, এই ভয়ে তাকে নিজের প্রোজেক্ট থেকে ছেঁটে ফেলেন ওই প্রযোজক।

[৫] কিন্তু হরভজনের প্রতি সন্দেহ কেন? গীতা বলেন, ক্রিকেটারদের নিয়ে প্রচুর গুঞ্জন তিনি শুনেছিলেন। তাদের বান্ধবীদের সংখ্যা অনেক, তাদের সঙ্গে দেখা করতে মহিলাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। তাই হরভজনের সঙ্গে সম্পর্কটায় যথেষ্ট সিরিয়াস হবেন কি না, সেই ব্যাপারেও চিন্তা করেছিলেন গীতা।

[৬] ২০১৫ সালে হরভজন ও গীতা একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এক বছর পর ২০১৬ সালে তাদের প্রথম সন্তান হিনয়া হীর প্লাহা এর জন্ম। এবার এই জুটি জুলাই মাসে তাদের দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন। এদিন নিজের গর্ভধারণ নিয়েও কথা বলেছেন, গীতা। - নিউজ-১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়