শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজান উপলক্ষে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগীতায় ত্রাণ বিতরণ

সুজন কৈরী : বিদ্যানন্দ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের তত্ত্বাবধানে কক্সবাজারের চকরিয়া, রামু, উখিয়া ও টেকনাফের ৫৫০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্ট গার্ড উপকূল বা চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে এসব অঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহীকতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় পূর্ব জোনের অধিনস্থ কক্সবাজার, মহেশখালী, ইনানী, হিমছড়ি স্টেশন এবং আউটপোস্ট বাহারছড়া কক্সবাজার জেলার নুনিয়াছড়া এলাকা, চকরিয়া থানাধীন বদরখালী ১৪ নং ইউনিয়ন পরিষদের ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড, উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৬, ৭ ও ৮ ওয়ার্ড, রামু থানাধীন কুনিয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের পেঁচারদ্বীপ ও মংলাপাড়া, টেকনাফ থানাধীন বাহারছড়া ৫ নং ইউনিয়ন পরিষদের ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের মোট ৫৫০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল, ডাল, আটা, ছোলা ও লবন) বিতরণ করা হয়।

ত্রাণ বিতরন কার্যক্রমে টেকনাফের স্টেশান কমান্ডার লে. কমান্ডার মীর ইমরান উর রশিদ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও গত ৩১ মার্চ থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড উপকূল বা চরাঞ্চলের বিভিন্ন এলাকায় মোট এক হাজার ৫৫০ গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। পাশাপাশি উপকূলীয় অন্যান্য অঞ্চলগুলোতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়