শিরোনাম
◈ নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে:: প্রধান উপদেষ্টা ◈ গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনরত ৮ দলের ◈ রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে গাড়ি তল্লাশি ◈ মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন ◈ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন (ভিডিও) ◈ নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা ◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ উত্তরার জসিমউদ্দিনে মাইক্রোবাসে আগুন ◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজান উপলক্ষে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগীতায় ত্রাণ বিতরণ

সুজন কৈরী : বিদ্যানন্দ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের তত্ত্বাবধানে কক্সবাজারের চকরিয়া, রামু, উখিয়া ও টেকনাফের ৫৫০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্ট গার্ড উপকূল বা চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে এসব অঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহীকতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় পূর্ব জোনের অধিনস্থ কক্সবাজার, মহেশখালী, ইনানী, হিমছড়ি স্টেশন এবং আউটপোস্ট বাহারছড়া কক্সবাজার জেলার নুনিয়াছড়া এলাকা, চকরিয়া থানাধীন বদরখালী ১৪ নং ইউনিয়ন পরিষদের ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড, উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৬, ৭ ও ৮ ওয়ার্ড, রামু থানাধীন কুনিয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের পেঁচারদ্বীপ ও মংলাপাড়া, টেকনাফ থানাধীন বাহারছড়া ৫ নং ইউনিয়ন পরিষদের ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের মোট ৫৫০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল, ডাল, আটা, ছোলা ও লবন) বিতরণ করা হয়।

ত্রাণ বিতরন কার্যক্রমে টেকনাফের স্টেশান কমান্ডার লে. কমান্ডার মীর ইমরান উর রশিদ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও গত ৩১ মার্চ থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড উপকূল বা চরাঞ্চলের বিভিন্ন এলাকায় মোট এক হাজার ৫৫০ গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। পাশাপাশি উপকূলীয় অন্যান্য অঞ্চলগুলোতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়