শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৫:১০ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুপার লিগ আয়োজনে এখনই হাল ছাড়ছেন না রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো

স্পোর্টস ডেস্ক: [২] ইউরোপিয়ান সুপার লিগের মাস্টারমাইন্ড রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, এই টুর্নামেন্টের ঘোষণা দিয়ে মনে হয় আমরা অ্যাটম বোমা ছুড়ে মেরেছি। তবে আমি এখনই এই টুর্নামেন্টের শেষ দেখছি না।

[৩] যদিও বা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ম্যাচকে ঘিরে পেরেজকে হুমকি দিয়ে রেখেছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। ইউরোপিয়ান সুপার লিগের ঘোষণা নিয়ে এভাবে প্রতিক্রিয়া হবে হয়তো ভাবেননি খোদ পেরেজও। ক্লাবগুলোও রাতারাতি এভাবে অবস্থান পাল্টাবে সেটাও হয়তো তার ভাবনাতে ছিল না। শুরুর আগে শেষের গল্প শুনতে একদমই ভালো লাগছেনা। স্প্যানিশ রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে পেরেজের কণ্ঠে গোটা রাজ্যের হতাশা।

[৪] কেউ কথা রাখুক আর না রাখুক, পেরেজের একলা চলো নীতি। ইংলিশ লিগের বিগ সিক্সের সরে যাওয়ার পেছনে ম্যানচেস্টার সিটিকে দায়ী করেছেন রিয়াল সভাপতি। ক্লাবের অ্যামেরিকান ডিরেক্টরদেরও একহাত নিয়েছেন তিনি। পেরেজের দাবি, ক্লাবগুলোর সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে নাম প্রত্যাহারের সুযোগ নেই। এখনই তাই শেষ বলতে রাজী নন পেরেজ।

[৫] কেউ কারো থেকে কম যায় না। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল সামনে রেখে রিয়াল মাদ্রিদকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। উয়েফা সভাপতি হতে চান না বলে সেফেরিনকে পাল্টা জবাবও দিয়েছেন পেরেজ। - মার্কা/ চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়