শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৩:১৭ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাজা নিজাম উদ্দিন: কোকিলের গল্পের অবস্থা এখন বিএনপির, কাকের বাসায় ডিম পেরে বাচ্চা ফুটাতে চায়!

খাজা নিজাম উদ্দিন: সরকার হেফাজতের ওপর ডাইরেক্ট অ্যাকশনে নেমেছে। তার আগে একটা কথা বলি, আমার পছন্দের একজন মানুষ প্রায় ৮ মাস পরে ফোন দিয়েছে। খাজা ভাই, একটা কথা ছিলো। কথার আসল কথা হলো, কেউ একজন বলেছে, আমি তার সম্পর্কে নানা আজেবাজে কথা বলেছি। সে জানতে চায়, খাজা ভাই আসলেই কি আপনি কথাগুলো বলেছেন? বিষয়টাতে আমি কিছুটা মর্মাহত হই। প্রথমত যদি বলি, এসবের সময়টাই আমার নেই, আমি কারও সম্পর্কে কখনো খারাপ কিছু বলি না আর দ্বিতীয়ত এতোদিন পরে কেন প্রশ্ন করলো। সঙ্গে সঙ্গে প্রশ্ন করেই জানা যেতো। আর এই যে ৮ মাস মনের মধ্যে একটা ক্ষোভ বা দুঃখ চেপে রেখেছে, মনোঃকষ্ট পেয়েছে- এটার নানাবিধ ক্ষতিকর দিক আছে। এই কাজগুলো আমরা অনেকেই করি। এর ফলে তৃতীয় পক্ষ সুযোগ নেয়।

গত মার্চ থেকে হেফাজত হঠাৎ করেই সরকারবিরোধী কর্মকাণ্ডে নামে, যা তাদের সঙ্গে যায় না। সরকার সব ধরনের বিচার বিশ্লেষণের পরেই ক্র্যাকডাউনে নেমেছে। সরকার বলেছে, বিএনপি নেপথ্যে কাজ করেছে। এই বিএনপি একটা অদ্ভুত জাতের বিরোধী দল। ডাইরেক্ট সে নামবে না- যখনোই কোনো আন্দোলন, সেটা দিয়ে সে সরকার পতন করতে চায়, কিন্তু নিজে নামবে না। কখনো নুরুর ওপর আশা করে, কখনো কোটাবিরোধী আন্দোলনের ওপর আশা করে, কখন নিরাপদ সড়ক আন্দোলনকে সরকার পতনের দিকে ডাইভার্ট করতে চায়, কখন ফটোগ্রাফার শহিদুল ইসলামের ওপর আশা করে, কখনো গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ সাহেবের ওপর নির্ভর করে, কখনো ড. কামাল হোসেনের ওপর নির্ভর করতে চায়, কখনো আমেরিকায় পলাতক নানা সাংবাদিকদের ওপর ভরসা করতে চায়, কেনরে ভাই? সরাসরি মাঠে নামতে সমস্যা কী?

ভাইরে, এতো ভায়া দিয়ে কি রাজনীতি চলে? কোকিলের গল্পের অবস্থা এখন বিএনপির। কাকের বাসায় ডিম পেরে বাচ্চা ফুটাতে চায়।  রাজনীতিতে এটা সম্ভব না। এখন বিপদে পড়ছে কারা? বিপদে এখন হেফাজতের নেতারা, তারা এখন লীগের নানা মন্ত্রীর বাসায় বাসায় দৌঁড়াদৌঁড়ি করছে, আর বিপদে গুণছে কোটা আন্দোলনের নেতা নুরু। সে মাফটাফ চেয়ে একাকার অবস্থা। মাঝখানে অতি দরিদ্র পরিবারের ১৭টি সন্তানের জীবন গেলো, আর নেতারা ফূর্তি করছে, দামি গাড়িতে-নারীতে সময় কাটাচ্ছে, আর মূল মাস্টারমাইন্ড লন্ডনে বসে আরাম-আয়াসে জীবনযাপন করছে। এসব কেন? বিএনপির ডাইরেক্ট নামতে সমস্যা কী? কেউ কি জানেন? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়