শিরোনাম
◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৩:১৬ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খান আসাদ: সুযোগ পেলে কওমি মাদ্রাসার সবাই কি মামুনুল হবে?

খান আসাদ: হেফাজতের মামুনুলের গল্প ব্যক্তিগত, কিন্তু একইসঙ্গে একটি ইসলামী ধর্মীয় শিক্ষাব্যবস্থা বোঝার কেসস্টাডি হিসেবে গুরুত্বপূর্ণ। মামুনুলের ইসলামিক ম্যাস্কুলিনিটি, বাংলার ডাকাতের হেজিমোনিক ম্যাস্কুলিনিটি থেকে আলাদা। বাংলার ডাকাত, কালি পুজো দিয়ে, বড় রামদা হাতে জোতদারের বাড়িতে গিয়ে বলতো, ‘মা আপনার গয়না খুলে দিন’। এই ম্যাস্কুলিনিটি পুরুষ শ্রেষ্ঠত্বের আবার একইসঙ্গে ‘দুর্বল মায়ের জাতিকে অসম্মান না করার। মামুনুলের ম্যাস্কুলিনিটি বা পৌরুষবোধ ও নৈতিকতা গড়ে ওঠেছে, মাদ্রাসা শিক্ষার সামাজিকায়নে। মামুনুলের কাছে পিতার তালাকপ্রাপ্ত স্ত্রীও যৌনবস্তু, ভোগের সামগ্রী হতে বাধা হয়নি। কেন? মামুনুলের মনোজগৎ দেখতে হবে, সেখানে কী বৈধ ও অবৈধ। মামুনুল যে মাদ্রাসা ও ধর্মশিক্ষায় শিক্ষিত, যে ‘ইসলামী’ দ্বীনি এলেমে পুরুষ হয়ে ওঠেছে, সেই শিক্ষাব্যবস্থাটিকেও প্রশ্ন করা দরকার।

মামুনুল একটি শিক্ষাব্যবস্থার প্রতিনিধিত্ব করছে, যেই শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের আলোয় ‘আলোকিত’ মানুষ, নৈতিকভাবে উন্নত মানুষ তৈরি হবে বলে ঘোষণা দেওয়া হয়। কওমি মাদ্রাসায় যে ইসলামী শিক্ষা ও সামাজিকায়ন, তা কী ধরনের পৌরুষ তৈরিতে ভূমিকা রাখছে। নারীর প্রতি কী দৃষ্টিভঙ্গি তৈরি করছে? এই দৃষ্টিভঙ্গির সঙ্গে নারী ও শিশুর প্রতি সহিংসতার কী সম্পর্ক? সুযোগ পেলে কওমি মাদ্রাসার সবাই কি মামুনুল হবে? মামুনুল কি ব্যতিক্রম? অনেক প্রশ্ন করা উচিত। বাংলাদেশে বাসেও ধর্ষণ হয়, মামুনুলের মতো আরও মানুষ আছে বাংলাদেশে, সবই ঠিক আছে, এগুলো বলে মামুনুল চরিত্রটিকে গুরুত্বহীন করা যায় না। যে দাবি করা হয়, ‘ইসলামী শিক্ষা দেবে নৈতিক জ্ঞান’, মামুনুলের অভিজ্ঞতা কী তা বলে? ব্যক্তি মামুনুল ভালো কী মন্দ, প্রশ্নের চেয়েও যে ইসলামী শিক্ষা ব্যবস্থায় মামুনুলের পৌরুষ বা ম্যাস্কুলিনিটি গড়ে ওঠে, সেই ব্যবস্থার দিকে নজর দিন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়