শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৫:৪০ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডায়রিয়ার প্রকোপ বেড়েছে পিরোজপুরের ভাণ্ডারিয়ায়

এস,এম রিয়াজ: [২] কখনও ঠান্ডা কখনও গরম। এমন বৈরী আবহাওয়ার কারণে পিরোজপুরের ভান্ডারিয়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন ৩০-৩৫ জন। তবে আক্রান্তোদের মধ্যে শিশু এবং মহিলাদের সংখ্যাই বেশি। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২৮ জন রোগী। এক সপ্তাহে ভর্তি হয়েছে ১৩০ জন। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় হিমশিম খেতে হচ্ছে এখানকার চিকিৎসকদের। অন্যদিকে বিড়ম্বনার শিকার হচ্ছেন রোগীর স্বজনরা।

[৩] ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এক মাসে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত নারী-শিশু-পুরুষ মিলে ৩৫৪ জন রোগীকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, এক সপ্তাহে উপজেলার বিভিন্ন অঞ্চলে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে কয়েকশ মানুষ। উপজেলা হাসপাতাল ও ক্লিনিকে তিল ধারণের ঠাঁই নেই রোগীদের। রোগীর চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

[৪] হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় মেঝে, করিডর এমনকি বারান্দাসহ যে যেখানে পারছেন চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে খাবার স্যালাইন থাকলেও আইভি কলেরা স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। সম্প্রতি হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নিত করনের কারনে পুরাতন ভবন ভেঙে নতুন ভবন তৈরীর জন্য ১০ শয্যা বিশিষ্ট ডায়রিয়া ওয়ার্ডটি ভেঙ্গে ফেলা হয়েছে। যার ফলে ডায়রিয়া রোগীদের জন্য আলাদা ওয়ার্ড না থাকায় রোগ নিরাময় ও নিয়ন্ত্রণ সহজ হচ্ছে না। বিশেষ করে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড খুবই জরুরি। তাছাড়া শিশু বিশেষজ্ঞ না থাকায় হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসাররাই শিশুদের চিকিৎসা দিচ্ছেন।

[৫] চিকিৎসাধীন কয়েকজন রোগী জানান, হাসপাতালে রোগীর চাপ এবং বেড না পেয়ে মেঝেতে তাদের থাকতে হচ্ছে। এতে করে চিকিৎসা নিতে আসা রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া হাসপাতালে টয়লেট সংখ্যা সিমীত, যা আছে তা ব্যবহারের অনুপযোগী। টয়লেটে যাওয়ার জন্য রোগীদের দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে হয়। যা ডায়রিয়া রোগীদের জন্য কষ্টের।
[৬] চরখালী গ্রামের ষাটউর্ধ বয়সের ছত্তার হাওলাদার জানান, সকালে পাতলা পায়খানা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। কোন জায়গা না পেয়ে ফ্লোরে আছি। হাসপাতাল থেকে একটি স্যালাইন দিয়েছেন, এক হজার পঞ্চাশ টাকা দিয়ে বাহির থেকে বাকী ওষুধ কিনেছি।

[৭] হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স (সেবিকা) ফাহিমা আক্তার জানান, গড়ে ৪০ জনেরও বেশি নতুন ডায়রিয়া রোগী দিনে ভর্তি হচ্ছে। হাসপাতালে নতুন ও পুরাতন মিলে সব সময় ৬০ থেকে ৭০ জন ডায়রিয়ার রোগী ভর্তি থাকছে। এদের চিকিৎসা দিতে আমরা হিমশিম খাচ্ছি।

[৮] ভান্ডারিয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বেল্লাল হোসেন জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। খাদ্যাভ্যাস পরিবর্তন ও পানি কম খাওয়ার কারণেও ডায়রিয়া হতে পারে। খাবার আগে হাত সাবান দিয়ে ধৌত করতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করলে ডায়রিয়া এবং করোনার ঝুকি কম থাকে। শৌচকাজ সারার পর ছোট থেকে বড় সবারই ভালোভাবে জীবানু মুক্তকরণ সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি।

[৯] উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ননী গোপাল রায় জনান, বিভিন্ন ভাইরাসের কারণে ডায়রিয়ার প্রদুর্ভাব ঘটছে, আবহাওয়ার তারতম্যের পাশাপাশি অপরিষ্কার-অপরিচ্ছন্নতাসহ নানা কারণে এটি হচ্ছে। বছরের এ সময়টা আবহাওয়ার তারতম্যের কারণে ভাইরাস সহায়ক হিসেবে কাজ করে। যা অস্বাস্থ্যকর খাবার ও দূষিত পানির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে এ রোগের সৃষ্টি করে।

[১০] প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালে যে স্যালাইন মজুত আছে এভাবে চললে এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ার জন্য সিভিল সার্জনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়